শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » নবীগঞ্জ পৌর নির্বাচনের প্রচার-প্রচারনা শুরু
নবীগঞ্জ পৌর নির্বাচনের প্রচার-প্রচারনা শুরু
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :: পৌরসভা নির্বাচনের তফশীল ঘোষণা না হলেও নবীগঞ্জ পৌর এলাকায় নির্বাচনী প্রচারনা জমে উঠেছে৷ আগামী ডিসেম্বরে অনুষ্টিত পৌর নির্বাচনকে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উত্সবকে সামনে রেখে ইতিমধ্যে নবীগঞ্জ শহর পোষ্টার, ব্যনার ও ফেষ্টুনে সয়লাভ হয়ে গেছে৷ প্রাথীরা এমন কোন সামাজিক অনুষ্টান নেই যেখানে হাজির হচ্ছেন না৷ এছাড়া কোন কোন প্রার্থী ঘরে ঘরে গিয়েও প্রচারনা শুরু করেছেন৷ মেয়র প্রার্থীদের চেয়ে কাউন্সিলর প্রার্থীদের প্রচারনা বেশী তুঙ্গে৷ মেয়র পদে সম্ভাব্য প্রাথর্ীদের মধ্যে যারা প্রচারনা চালাচ্ছেন তারা হচ্ছেন বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল হোসেন চৌধুরী, বর্তমান প্যানেল মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক বাসদ নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুখেন্দু রায় বাবুল, লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল প্রমূখ৷ উল্ল্লেখিত প্রার্থীদের মধ্যে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও মোস্তাক আহমদ মিলুর প্রচারনা সবচেয়ে বেশী৷ অন্যান্য প্রার্থীরাও প্রচারনায় কম যাচ্ছেন না৷ ইতিমধ্যে লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী হঠাত্ করে পোষ্টার ছেড়ে আলোচনার ঝড় তুলেছেন৷ মেয়র প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারনা চালিয়ে যাচ্ছেন সমানতালে৷ ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আক্তারুজ্জামান চৌধুরী রুহেল , আরেক যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন এর নাম শুনা যাচ্ছে৷ ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা সুন্দর আলী, হাফিজ নিয়ামুল হক, সাজ্জাদুর রহমান বাবুল, আমিনুর রহমান চৌধুরী আমিন, স্বেচ্চাসেবক লীগ নেতা ও বাজার ব্যবসায়ী নেতা আব্দুল আজিজের নাম শুনা যাচ্ছে৷ ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ব্যবসায়ী শরফ উদ্দিন, যুবনেতা জামাল উদ্দিন ও বাবুল মিয়ার নাম শুনা যাচ্ছে৷ ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগ নেতা প্রানেশ চন্দ্র দেব, দীপক দেব, সুবিনয় দাশ ও মোক্তার হোসেনের নাম শুনা যাচ্ছে৷ ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান মাখন, ইছমত মিয়া, যুবলীগ নেতা হাফিজুর রহমান ও সাবেক কাউন্সিলর একে আজাদ শিশুর নাম শুনা যাচ্ছে৷ ৬ নং ওয়াডে পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নূরুল গণি চৌধুরী সোহেল, রবীন্দ্র মালাকার রতু , বিএনপি নেতা আব্দুল আহাদ চৌধুরী, আজিল মিয়া চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মিতু,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জায়েদ চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ আবুল কাশেম ও ইসলাম উদ্দিনের নাম শুনা যাচ্ছে৷ ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা রুহুল আমিন রফু, এহিয়া চৌধুরী, মহিবুর রহমান, আব্দুর রউফ রুবেল, মহরম আলী, হেলাল আহমেদ ও আজমল হোসেনের নাম শুনা যাচ্ছে৷ ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সন্তোষ দাশ, সাবেক কাউন্সিলর বাবুল দাশ, নবীগঞ্জ জে,কে, উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিবারের সদস্য ও শিক্ষক তপন জ্যোতি দে ও সীতেশ মহালদার এর নাম শুনা যাচ্ছে৷ ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদ, পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমেদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু, নকুল তালুকদার,আবু সালেহ জীবন, ফয়সল তালুকদার ও লিল খাঁর নাম শোনা যাচ্ছে৷ এছাড়া সংরক্ষিত মহিলা ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, সাবেক কমিশনার মীনা আক্তার৷ ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর যুতিকা দাশ,পূর্নিমা রানী দাশ, রোকেয়া বেগম, আসমা বেগম৷ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেখা আচার্য্য, নাছিমা বেগমের নাম শুনা যাচ্ছে৷ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন স্থানে ও অনুষ্টান স্থলে গিয়ে সাধারন ভোটারদের সাথে কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন৷ তফসিল ঘোষনার পুর্বে সাধারন ভোটার এ মুহুর্তে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিয়ে তেমন কোন আলোচনা না করলেও পৌর পরিষদের গুরুত্বপূর্ন কান্ডারী মেয়র প্রার্থী নিয়ে চুলছেড়া বিশ্লেষন করছেন বিভিন্ন হোটেল রেস্তোরা ও চায়ের ষ্টলে৷
এদিকে ভোটারদের মাঝেও আগাম নির্বাচনী হিসাব নিকাশ ও চিন্তা ভাবনা শুরু হয়েছে৷ প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থা নিয়ে চলছে নানা আলোচনা ও চুলছেড়া বিশ্লেষন৷ এ আলোচনায় বাদ নেই রাজনৈতিক বিশে-ষক, পেশাজীবি লোকজনও৷
এ পর্যন্ত তাদের দলীয় প্রার্থীর তালিকায় আসন্ন নির্বাচনে প্রচারনায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ৩ বারের নির্বাচিত বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগ নেতা অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী (আওয়ামীলীগ)৷ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী (বিএনপি) একক প্রার্থী হিসেবে রয়েছে৷ তবে আওয়ামীলীগে বতর্মান মেয়রসহ একাধিক প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশায়৷ দল কাকে মনোনয়ন দিবে সিদ্ধান্তহীনতায় ভোগছেন৷ দলীয় মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন বর্তমান তৃতীয় বারের মতো নির্বাচিত মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু ৷ শেষ পর্যন্ত কোন প্রার্থী পাবেন দলীয় মনোনয়ন সেদিকে নজর সাধারন মানুষের৷ এছাড়া আসন্ন পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাসদ নেতা লন্ডন প্রবাসী বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর আলম রানা৷ এছাড়া নির্বাচনে প্রার্থীতার আলোচনায় রয়েছেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল ও লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী৷ এখন পর্যন্ত পৌর কাউন্সিলর প্রার্থীরা শুধু ব্যানার ফেষ্টুনের মাধ্যমে নির্বাচনী প্রচারনা চালিয়ে গেলেও ৬ নং ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর প্রাথর্ী সাহেদুল ইসলাম চৌধুরী ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথর্ী নবীগঞ্জ জে,কে, উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিবারের সদস্য শিক্ষক তপন জ্যোতি দে নিজ নিজ ওয়ার্ডে প্রচারনা পুরোদমে চালিয়ে যাচ্ছেন৷ মেয়র পদের প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারনার কাজে লেগে পড়ছেন৷ আগামী ১৯ শে অক্টোবর থেকে হিন্দু ধর্মের সর্ববৃহত্তম উত্সব শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে এ প্রচারানা আরো ব্যাপক আকার ধারন করছে৷ এবার নির্বাচনে প্রথমবারের মত দলীয় প্রতিক নিয়ে নির্বাচন হওয়ার ঘোষনায় শেষ পর্যন্ত কে পাবেন দলীয় মনোনয়ন সেই প্রত্যাশার প্রহর গুনছেন ভোটারা৷
আপলোড : ১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.৩৫ মিঃ