সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচী শুরু
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচী শুরু
ঢাকা প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচী ১ আগস্ট সকাল থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, আলোচনা, র্যালী ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট নুরজাহান বেগম মুক্তা এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মোঃ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীসহ উপস্থিত জনতার মধ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ প্রকাশিত কবি মোঃ খাদেমুল ইসলাম রচিত ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তুমি বাঙালির অহংকার’ শীর্ষক বই বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি বলেছেন, জঙ্গি-সন্ত্রাস দমনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মের নামে যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত তারা ধর্ম ও মানবতার শত্রু। কোন ধর্মই মানুষ হত্যা সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামী মূল্যবোধে তরুণ সমাজসহ সকলকে উদ্বুদ্ধ করতে হবে। শিশু-তরুণদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ তাদেরকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি সকলকে শিশু ও তরুণদের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি পোষণ করার আহ্বান জানান।
নুরজাহান বেগম মুক্তা এম.পি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়ন-অগ্রগতিতে বর্তমানেও প্রেরণা হিসেবে কাজ করছে। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চর্চা ও তাঁর গুণাবলী অনুসরণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যে দীর্ঘদিন যাবত সংগঠন নিরলসভাবে কাজ করে আসছে। সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এবং সকল মানুষের জীবনের নিরাপত্তা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করতে সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও গুণাবলী বাস্তবায়ন করা জরুরী।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচীর শেষ পর্বে দেশ-জাতির সমৃদ্ধি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।