সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরদী প্রতিনিধি :: সোমবার ১ আগষ্ট সকালে সাঁড়া গোপালপুর,এসএম মডেল স্কুল এ- কলেজ ও নর্থবেঙ্গল পেপারমিলস হাইস্কুলসহ ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানব বন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ বেলা১১টা থেকে ১২টা পর্যন্ত পাকশী রোডে সাঁড়া গোপালপুর হাই স্কুলের পক্ষ থেকে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷ প্রধান শিক্ষক মাসুদ রানার সভাপতিত্বে এতে বক্তব্য দেন,শিক্ষিকা দিপালী জান্নাত,সাবেক কমিশনার ফকরুল ইসলাম মনি,শিক্ষার্থী ইমন হোসেন ও কলি,নুরুল ইসলাম,মিলন চৌধুরী,রিপন, সালাম৷ অন্যদিকে একই সময় এসএম মডেল স্কুল এ- কলেজ ও নর্থবেঙ্গল পেপারমিল হাইস্কুলসহ ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানব বন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এসএম মডেল স্কুল এ- কলেজের মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,উপজেলা মহিলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া৷ অধ্যক্ষ আইনুল ইসলামের সভাপতিত্বে শিক্ষকরাও বক্তব্য দেন৷ নর্থবেঙ্গল পেপারমিল হাইস্কুলের মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, মিলের এমডি আফছার উদ্দিন আহমেদ৷ প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন,ব্যবস্থাপক প্রশাসন শেখ আব্দুল আহাদ ও শিক্ষকবৃন্দ৷ বক্তারা বলেন,কোনভাবেই দেশে জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া যাবেনা৷ প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শক্তি গড়ে তুলতে হবে৷