সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ১৮ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা : গুলিবিদ্ধ ১
১৮ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা : গুলিবিদ্ধ ১
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে একটি সিএনজি পাম্পের অফিস সহকারীর কাছ থেকে ১৮ লাখ টাকা লুট করার চেষ্টা করেছে ছিনতাইকারীরা ৷ ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা৷ এতে অফিস সহকারী আশরাফুল আলম (৫৪) গুলিবিদ্ধ হয়েছেন৷
৩১জুলাই রবিবার সকালে উপজেলার মৌচাক এলাকার নর্থ বেঙ্গল সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে৷ গুলিবিদ্ধ আশরাফুল আলম সিরাজগঞ্জের কাজীপুরের নাটোয়াপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে৷ তিনি মৌচাক এলাকার নর্থ-বেঙ্গল সিএনজি পাম্পের অফিস সহকারী হিসেবে কাজ করেন৷
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মৌচাক নর্থ বেঙ্গল সিএনজি স্টেশনের অফিস সহকারী আশরাফুল সকাল সাড়ে ১০টার দিকে পাম্প থেকে ১৮ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন৷ গাড়িতে উঠার সময় ওঁত্পেতে থাকা দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন৷ কিন্তু টাকার ব্যাগ ছিনিয়ে নিতে ব্যর্থ হন তারা৷ এ সময় আশরাফুলের পায়ে দুটি গুলি করে মোটরসাইকেলযোগে দ্রম্নত পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান৷ খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে এক রাউন্ড গুলির খোঁসা উদ্ধার করেন৷
কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, বিষয়টি তদনত্ম করে দেখা হচ্ছে৷ এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে৷