সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » গোখাদ্যের তীব্র সংকটে চলনবিলাঞ্চল: বিপাকে খামারীরা
গোখাদ্যের তীব্র সংকটে চলনবিলাঞ্চল: বিপাকে খামারীরা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: গোচারণ ভূমি পানিতে ডুবে যাওয়ায় এবং ক্রমাগত লোকসানের কারণে বোরো ধানের আবাদ কমে যাওয়ায় পাবনা নাটোর সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত থানা গুলোতে গো খাদ্য সংকট প্রকট আকার ধারণ করছে৷ ভাটি এলাকায় গোখাদ্যের সংকট আরো বেশি হওয়ায় ভাটি এলাকার গোখামারীরা চলনবিল এলাকা থেকে বেশি দামে খড় ক্রয় করে নৌকাযোগে নিয়ে যাচ্ছেন ভাটির দিকে৷ ফলে চলনবিলাঞ্চলে ক্রমশই এ সংকট বাড়ছে৷
জানা গেছে, চলনবিল এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, তাড়াশ, সিংড়া, গুরম্নদাসপুরসহ এর আশপাশের বিসত্মীর্ণ এলাকা প্লাবিত হয়েছে৷ প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে৷ ফলে ঘাসের ক্ষেতসহ গোচারণ ভূমি গুলো তলিয়ে গেছে পানির নিচে৷ মাঠ থেকে কাঁচা ঘাস সংগ্রহ করতে না পেরে এ এলাকার গরম্ন মহিষের মালিকদের খড়ের উপড় নির্ভরশীল হতে হচ্ছে৷
হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের ইয়ার মাহমুদ জানান, প্রতি মন খড় প্রায় ৪শ টাকায় বিক্রি হচ্ছে৷ খইল ভূশির দাম ও অনেক বেড়ে গেছে৷ এ অবস্থা চলতে থাকলে এ এলাকার মানুষের পক্ষে গবাদী পশুপালন প্রায় অসম্ভব হয়ে পরবে৷ গোখাদ্য সংকটের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষক গোডাউনে ধান সরবরাহ করতে না পারায় ক্রমাগত লোকসানের মুখে বোরো ধানের আবাদ কমিয়ে দেওয়ায় কমছে খড় উত্পাদনও৷ যার প্রভাব পরছে গবাদী পশু পালনে৷
খড় বিক্রেতারা জানান, নিচু এলাকা চলনবিলাঞ্চলে ব্যাপক ভাবে বোনা আমন ধানের চাষ হয়ে থাকে৷ কিন্তু বোনা আমন ধানের খড় পশু তেমন না খাওয়ায় পশু পালনে এ এলাকার মানুষকে বোরো ধানের খড়ের উপর নির্ভর করতে হয়৷ প্রতি বছর বর্ষা মৌসুমে এ সংকট বেশি হয়ে থাকে৷ যশোর, নওগা, মাগুড়া, ঝিনাইদহসহ দেশের উত্তরাঞ্চল থেকে ট্রাক যোগে রোপা আমন ধানের খড় চলনবিলাঞ্চলে এনে বিক্রি করি আমরা৷ ট্রাক ভাড়া বেশি হওয়ায় খড়ের দাম ও বেশি পড়ে৷ তাই বাধ্য হয়ে খামারীদের বেশি দামে খড় কিনে গবাদী পশুকে খাওয়াতে হয়৷ বর্তমান প্রতি একশ আটি খড় বিক্রি হচ্ছে প্রায় ৩শ টাকায়৷
চাটমোহর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণমোহন হালদার জানান, বৃহত্তর চলনবিলাঞ্চলে প্রায় দুই হাজার গবাদী পশুর খামার রয়েছে৷ বর্ষাকালে কাঁচাঘাসের উত্পাদন কম হওয়ায় খামারীরা বিকল্প হিসেবে দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হয়ে পরছে৷