শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ৮ নভেম্বর শুরু
দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ৮ নভেম্বর শুরু
ঢাকা প্রতিনিধি :: দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ৮ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন বলে আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দশম জাতীয় সংসদের ৭ম অধিবেশন গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে গত ১০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ৮টি কার্যদিবসের এ অধিবেশনে ৬টি সরকারি বিল পাস করা হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি ওই অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৩৬৫টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১২টি নোটিশ গৃহীত হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৯০টি ছিল।
এছাড়া সপ্তম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় একটি নোটিশের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। নোটিশটি ছিল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আইআরআই এর জনমত জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি জনসমর্থন বেড়েছে বলে উল্লেখ করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হোক। অধিবেশনে সর্বসম্মতভাবে এ ধন্যবাদ প্রস্তাব গৃহিত হয়।
এছাড়া ৭ম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১৪১টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৩৬টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ২ হাজার ২২৩টি প্রশ্নের মধ্যে ৮৮৭টি প্রশ্নের জবাব দেয়া হয়। আপলোড : ১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.৩৮ মিঃ