শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » বনপা’র চট্টগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
বনপা’র চট্টগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
প্রকাশ থাকে যে আগামী ১৭ অক্টোবর (শনিবার) বনপা চট্টগ্রাম জেলা কমিটি গঠন করার পর আগামী ১৮ অক্টোবর বনপা’র কেন্দ্রীয় কমিটির সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশনার এর যৌথ স্বাক্ষরে বনপা চট্টগ্রাম জেলা কমিটি www.bonpa.org তে প্রকাশ করা হবে।
ইতোমধ্যে গঠিত নির্বাচন কমিশন তাঁদের ঘোষিত নির্বাচনী তফসীল মোতাবেক ১৩ অক্টোবর রাত ৮টার মধ্যে প্রাথমিক মনোয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করা হয়ে ছিল।
আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার মনোয়ন প্রত্যাশীদের প্রাথমিক তালিকা যাচাই-বাছাই পূর্বক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হল।
নিন্মে চূড়ান্ত প্রার্থী তালিকাঃ
১. উপদেষ্টা পদ-প্রত্যাশি, মোহাম্মদ এয়াকুব।
২. উপদেষ্টা পদ-প্রত্যাশি, হান্নান হায়দার।
(বনপা’র গঠনতন্ত্রের ১৫ ধারা মোতাবেক অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে সম্পৃক্ত কোন বাক্তি বা অনলাইন এর প্রতি আগ্রহ এমন বাক্তি বনপা’র উপদেষ্টা পদে মনোনয়ন নিতে পারেন। তবে বনপা’র সকল কাজে একমত থাকতে হবে। বনপা’র পরিপন্থী কোন কাজে সম্পৃক্ত হলে উপদেষ্টা পদ বাতিল বলে গণ্য হবে। [বনপা’র গঠনতন্ত্রের ১৫ ধারার সারংশ])
৩. সভাপতি. পদ-প্রত্যাশি,কর্নেল (অবঃ) দিদারুল আলম বীর প্রতীক (সাব-সেক্টর কমান্ডার)।
৪. সিনিয়র সহ-সভাপতি, পদ-প্রত্যাশি, মোহাম্মদ সুলাইমান মেহেদী হাসান।
৫. সহ-সভাপতি, পদ-প্রত্যাশি, শাহাদাৎ হোসেন আশরাফ।
৬. সহ-সভাপতি, পদ-প্রত্যাশি, এম. মিলাদ উদ্দীন মুন্না।
৭. সাধারণ সম্পাদক, পদ-প্রত্যাশি, অধ্যাপক মুকতাদের আজাদ খান।
৮. সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক, পদ-প্রত্যাশি, বাবলু দাস।
৯. যুগ্ন-সাধারণ সম্পাদক,পদ-প্রত্যাশি, জাহাঙ্গীর আলম।
১০. সাংগঠনিক সম্পাদক,পদ-প্রত্যাশি, সবুজ অরন্য।
১১. সহ-সাংগঠনিক সম্পাদক, পদ-প্রত্যাশি, কাজী জিয়া উদ্দীন সোহেল।
১২. অর্থ সম্পাদক, পদ-প্রত্যাশি, অধ্যাপক এ.বি.এম মোজাহিদুল ইসলাম বাতেন।
১৩. দপ্তর সম্পাদক, পদ-প্রত্যাশি, এম সালাহ উদ্দিন আকাশ।
১৪. তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পদ-প্রত্যাশি, মিজানুর রহমান।
১৫. প্রচার সম্পাদক,পদ-প্রত্যাশি, এম আনোয়ার হোসেন।
১৬. মহিলা বিষয়ক সম্পাদক, পদ-প্রত্যাশি, খাদিজা আক্তার পপি।
১৭. শিক্ষা, সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক, মীর মামুন।
১৮. প্রকাশনা সম্পাদক, পদ-প্রত্যাশি, শামসুদ্দীন চৌধুরী।
১৯. সমাজকল্যান সম্পাদক, পদ-প্রত্যাশি, আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।
২০. নির্বাহী সদস্য, পদ-প্রত্যাশি, আবু তাহের।
২১. নির্বাহী সদস্য, পদ-প্রত্যাশি, দেলোয়ার হোসাইন।
২২. নির্বাহী সদস্য, পদ-প্রত্যাশি, তৈয়বুল ইসলাম চৌধুরী।
২৩. নির্বাহী সদস্য, পদ-প্রত্যাশি, মোহাম্মদ শাহাজাহান।
২৪. নির্বাহী সদস্য, পদ-প্রত্যাশি, এড. ইব্রাহিম খলিল।
২৫. নির্বাহী সদস্য, পদ-প্রত্যাশি, মুহাম্মদ আলাউদ্দীন বাবর।
২৬. নির্বাহী সদস্য, পদ-প্রত্যাশি, এম. শামসুল হুদা।
প্রেরন: সময় : রাত ১১.৪৭ মিঃ ১৫ অক্টোবর ২০১৫