বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ২ হাজার ইয়াবাসহ রাউজানের ৩ মাদক ব্যবসায়ী আটক
২ হাজার ইয়াবাসহ রাউজানের ৩ মাদক ব্যবসায়ী আটক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় দুপুর ১২.৩৫মিঃ) হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ মোঃ ফারুক(২৩), মোঃ মহিন উদ্দিন প্রকাশ মহিম(২৭) ও মোঃ তৈয়ব প্রকাশ বড় মনা (২৭) কে আটক করেছে। ৩ আগষ্ট বুধবার ভোররাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের ভরা পুকুর পাড়স্থ রাহাত খান চৌধুরী বাড়ীর জনৈক আজমের ৫ তলা ভবন থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মূল হোতা মোঃ বরকত আলী চৌধুরী (৩৮) পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু(নং-৩, তারিখ-৩/৮/১৬) করেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান এ অভিযান পরিচালনা করেন। আজমের বিল্ডিং ৩য় তলার ভাড়াটিয়া ও মাদক ব্যবসায়ী বরকত আলী চৌধুরীর বাসা থেকে ফারুক, মহিম ও বড় মনাকে আটক করা হয়। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবার ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে ২০০ পিচ করে মোট ২ হাজার ইয়াবা জব্দ করা হয়। জব্দকরা ইয়াবার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
পলাতক ও আটককৃত আসামীরা সকলেই রাউজান উপজেলার বাসিন্দা। এর মধ্যে আসামী বরকত আলী চৌধুরী কদলপুর সিকদার পাড়া বাদশা মিয়া চৌধুরী বাড়ীর মৃত ইউসুফ আলী চৌধুরীর পুত্র, ফারুক নোয়া পাড়া খোয়াজ আহমদ চৌধুরী বাড়ীর মৃত আবদুল হামিদের পুত্র, মহিম কদলপুর ইউনিয়নের সিকদার পাড়াস্থ খোরশেদ আলমের পুত্র ও তৈয়ব নাতোয়ান বাগিচা খলিলাবাদ মনু গোমস্তার বাড়ীর মোঃ শাহাদাতের পুত্র।
এরমধ্যে মহিম ও তৈয়বের বিরুদ্ধে ইতোপূর্বে একটি করে মাদক মামলা ও পলাতক আসামী বরকত আলী চৌধুরীর বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়। অভিযানে থানা পুলিশের এসআই স্বপন কুমার সরকার ও এএসআই রাশেদ খানের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান বলেন, ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মূল হোতা পলাতক আসামী বরকত আলীকে আটকে পুলিশি অভিযান অব্যহত আছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে থাকবো।