বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে স্থাপত্য উৎসব উদযাপন
চুয়েটে স্থাপত্য উৎসব উদযাপন
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)এ অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, সৃষ্টিশীল সুন্দর ধারণা গড়তে স্থপতিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থপতির নিপুণ হাতের ছোঁয়ায় যে কোন কিছু সুন্দর হয়ে উঠে। তাই সভ্যতার পথচলায় স্থপতিদের অবদান সবসময় গুরুত্বপূর্ণ। চুয়েটের স্থপতি বিভাগের মেধাবী ছাত্র-ছাত্রীরা নিজেদের সৃষ্টিশীলতার বিকাশের মাধ্যমে আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
তিনি ৪ আগষ্ট বৃহস্পতিবার চুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ‘স্থাপত্য উৎসব-২০১৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘আর্কিটেকচার ডে-২০১৬’ উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন স্থাপত্যশৈলীর প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম আরো বলেন, প্রতিষ্টার পর থেকে চুয়েটের স্থাপত্য বিভাগ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। ঢাকা,চট্টগ্রামসহ সারা দেশে বর্তমানে অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড হচ্ছে। চুয়েটের স্থাপত্য বিভাগ এসব উন্নয়ন মূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। চুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান স্থপতি মোহাম্মদ নাজমুল লাতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. হযরত আলী, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূইয়া, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক কানু কুমার দাশ, আর্কিটেকচার ডে-২০১৬ এর আহবায়ক মোস্তাফিজ আল মামুন ও স্থাপত্য উৎসবের সভাপতি আহমেদ সিফাত প্রমুখ।