বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » বিসিবি’র আচরণে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির তীব্র নিন্দা
বিসিবি’র আচরণে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির তীব্র নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি’র সভাপতি মো.আসিফ ইকবাল ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীম যৌথভাবে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত ৩ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এর ব্যক্তিগত অফিসে একটি অনির্ধারিত সংবাদ সম্মেলনে সৃষ্ট অনাকাঙিত ঘটনায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি (বিএসজেসি) গভীর উদ্বেগ ও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ৷ বিসিবি সভাপতির ঐ সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ৪টি গণমাধ্যমের সংবাদ কর্মীকে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে৷ যা ক্রীড়াঙ্গণ সহ সর্বমহলে ব্যাপকভাবে ধিকৃত হয়েছে৷ সামপ্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের তথ্য সংগ্রহের কাজে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে৷ এমনকি ‘বিসিবি’র সব সংবাদ সম্মেলন হবে আমন্ত্রণমূলক৷’ বিসিবি সভাপতির এমন মন্তব্যে সংবাদ কর্মীরা বিস্মিত হয়েছেন৷ এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিসিবি এধরণের পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল, যা অত্যন্ত উদ্বেগজনক৷ আমরা মনে করি এ ধরণের পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি যা অবাধ তথ্য প্রবাহকে ক্ষতিগ্রস্থ করবে৷ আমরা বিসিবি’র এধরণের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই৷ বাংলাদেশের ক্রিকেট বর্তমানে বিশ্বে যে অবস্থান তৈরী করেছে এর পেছনে ক্রীড়া সাংবাদিকদের অবদান খাঠো করে দেখার উপায় নেই৷ স্বাধীনতা পরবর্তীকালে ক্রীড়া র্সাবাদিকদের গঠনমুলক লেখনীর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব ক্রীড়াঙ্গনে একটা শক্ত অবস্থান করে নিয়েছে৷ আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও গণমাধ্যমকর্মীরা একে অপরের পরিপুরক৷ বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ভবিষ্যতে ক্রিকেট বোর্ড এমন আচরণ থেকে বিরত থাকবে এবং গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে সব ধরনের প্রতিবন্ধকতা তুলে নিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে বলে আমরা আশা করছি৷