বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে গুচ্ছগ্রাম ও বিদ্যুত্ সংযোগের উদ্বোধন
ঈশ্বরদীতে গুচ্ছগ্রাম ও বিদ্যুত্ সংযোগের উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২০ শ্রাবণ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৯মিঃ) ঈশ্বরদীর নাওদাপাড়া-৩ গুচ্ছগ্রামের অধীন ৩০টি গৃহহীন পরিবারকে বিনামূল্যে গৃহ প্রদান ও প্রথমবারের মতো গুচ্ছগ্রামে বিদ্যুত সংযোগ প্রদান উদ্বোধন করা হয়েছে৷ এসব উদ্বোধন উপলক্ষে ৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে গুচ্ছগ্রাম চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য এবং গুচ্ছগ্রাম ও গুচ্ছগ্রামে বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি৷ জেলা প্রশাসক রেখা রাণী বালো’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব মাহফুজুর রহমান, গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব উল আলম, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুত সমিতির জিএম শাহ্ জুলফিকার হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ ও এসিল্যান্ড জাহিদ নেওয়াজ বক্তব্য দেন৷ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গৃহহীনদের আশ্রিত গুচ্ছগ্রামে বিদ্যুত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ বুধবার প্রধানমন্ত্রী সারাদেশে ৫০ হাজার গৃহহীন পরিবারের আড়াই লাখ মানুষকে পুনর্বাসনের জন্য গুচ্ছগ্রামের ফাইল অনুমোদন করেছেন৷ ভার্মি কম্পোস্ট সার গুচ্ছগ্রামবাসীদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, গুচ্ছগ্রামবাসীদের আত্মনির্ভরশীল করবে৷ পরে ভূমিমন্ত্রী গুচ্ছগ্রামবাসীর হাতে ঘরের চাবি, বরাদ্দপত্র প্রদান করেন৷ নিউ এরা ফাউন্ডেশন এর উদ্যোগে গুচ্ছগ্রামের ৫টি পরিবারের মাঝে ৫টি ব্ল্যাক বেঙ্গল ছাগল ও সিসিডিবি’র সৌজন্যে রান্নাবান্নার তৈজসপত্র বিতরণ করেন ৷ এর আগে মনত্ম্রী উপজেলা পরিষদে আয়োজিত ভুমি ব্যবস্থাপনা অটোমেশনের উদ্বোধন করেন৷ এতেও জেলা প্রশাসক রেখা রাণী বালো’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব মাহফুজুর রহমান, গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব উল আলম, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুত সমিতির জিএম শাহ্ জুলফিকার হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ ও উপজেলা ভুমি কর্মকর্তা জাহিদ নেওয়াজ বক্তব্য দেন৷