বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » প্রথম জাতীয় কারাতে ও জুজুত্সু প্রতিযোগিতা শুরু
প্রথম জাতীয় কারাতে ও জুজুত্সু প্রতিযোগিতা শুরু
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ জুজুত্সু এসোসিয়েশনের যৌথ্য উদ্দোগ্যে ৪ আগষ্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রথম জাতীয় গেনসিরিউ কারাতে প্রতিযোগিতা ও প্রথম জাতীয় জুজুত্সু প্রতিযোগিতা-২০১৬৷ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুইদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ক্রীড়া ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ও জুজুত্সু এসোসিয়েশনের সভাপতি গোলাম ফারুক খন্দকার প্রিন্স, এমপি৷ এসময় উপস্থিত ছিলেন জুজুত্সু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নিউটন ও লায়ন নাদিরা আহসান প্রমুখ।
উদ্বোধনী দিনে গেনসিরিউ প্রতিযোগিতায় মহিলা -৩০ কেজি ওজন শ্রেনীতে প্রথম হন হোপ স্কুলের অাঁখি রানি দাস৷ পুরুষ -৩০ কেজিতে প্রথম হন হোপ স্কুলের সজিব হাসান৷ পুরুষ -৪০ কেজিতে প্রথম হন যশোর জেলা ক্রীড়া সংস্থার মো. সোহানুর৷ মহিলা -৪০ কেজিতে প্রথম হয়েছেন হোপ স্কুল সাভার ঢাকার সুমাইয়া আক্তার৷ মহিলা -৪৫ কেজিতে প্রথম হন রাজশাহীর বৈশাখী ও -৫২ কেজিতে প্রথম হন ইয়াং টাইগার ঢাকার তাসলিমা আক্তার৷
মহিলা সিনিয়র কাতায় প্রথম হন গেনসিরিউ কারাতে ঢাকার ফারিয়া রহমান৷
দুইদিন ব্যাপি আয়োজিত এ প্রতিযোগিতা শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার ৫আগষ্ট৷ বিকেল সাড়ে ৫টায় প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ কথা রয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক গর্ভনর এম কে বাশার৷
প্রথমবার আয়োজিত এ দুটি প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে পুরুষ ও মহিলা মোট ২৫০জন খেলোয়াড় অংশ গ্রহন করছে বলে বাংলাদেশ জুজুত্সু এসোসিয়েশন সূত্রে জানায় ৷