শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » করোনা আপডেট » আলীকদমে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত
আলীকদমে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত
আলীকদম প্রতিনিধি :: “স্বাস্থ্য পরিচর্যায় হাত বাড়াই” এই প্রতিবাদ্য নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে ৷ বৃহস্পতিবার সকালে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা সদর, চৈক্ষ্যং ও আলীকদম ইউনিয়নে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ জিওবি-ইউনিসেফ, কমিউনিটি এ্যাপ্রোস টু ট্যোটাল স্যানিটেশন (ক্যাটস) প্রকল্প, ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে দিবসটি পালন করা হয় ৷
র্যালীতে শিক্ষার্থীদের সাথে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাইনথপ ম্রো, ইউএনও মোঃ আল-আমিন, প্ল্যান বাংলাদেশ এর ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট সাবি্বর আহমেদ ও ঢাকা আহছানিয়া মিশন এর উপজেলা ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ রুহুল্লাহ খান কামাল উপস্থিত ছিলেন ৷
র্যালী শেষে উপজেলা বটমূলে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনির আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা ও এসিস্টেন্ট হেলথ ইন্সপেক্টর মোহসনি সর্দার প্রমুখ ৷
সভায় বক্তারা হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, খাওয়ার আগে ও পরে ভালভাবে হাত ধোয়া একানত্ম জরুরী ৷ এ বিষয়ে পরিবারের সকলের নজর রাখতে হবে৷ আর এ কাজ যদি সফলতার সাথে বাস্তবায়ন সম্ভব হয় তাহলেই সুস্থ থাকা সম্ভব ৷
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ৷ আপলোড ১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় সন্ধ্যা ৭.১৬ মিঃ