শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে বৃক্ষমেলার উদ্বোধন
ঈশ্বরদীতে বৃক্ষমেলার উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫১মিঃ) ঈশ্বরদীতে তিনদিনব্যাপি বৃক্ষমেলার উদ্বেধন করা হয়েছে৷ ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন৷ ৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে উদ্যান নার্সারী চত্বরে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু,আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস,আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা চান্না, তুতুল বিশ্বাস,মাহজেবিন শিরিন পিয়া,ফজলুর রহমান মালিথা ,কৃষি কর্মকর্তা রওশন জামিল, মাছ হাবিবসহ রাষ্ট্রীয় পদক প্রাপ্ত কৃষকবৃন্দ৷ সভাপতিত্ব করেন ইউএনও শাকিল মাহমুদ৷ মন্ত্রী বলেন,১৬ কোটি মানুষের পেটের ভাত যোগাচ্ছে কৃষকরা৷ কৃষকদের নিকট কোন চাঁদাবাজ সন্ত্রাসীরা চাঁদা দাবি করলে পুলিশ প্রশাসনকে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়ে বলেন,জামায়াত ইসলাম ইবলিশ, বিএনপি চোর ডাকাতের দল৷ ইদানিং ঈশ্বরদীর আওয়ামীলীগেও কিছু অস্ত্রবাজ সন্ত্রাসীর জন্ম হয়েছে৷ এদেরকেও গ্রেফতার করতে হবে৷এর আগে মন্ত্রী ফিতাকেটে মেলার উদ্বোধন করেন এবং প্রায় ত্রিশটি স্টল ঘুরে দেখেন৷