শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » চুক্তি বাস্তবায়নের দাবিতে পিসিজেএসএসএর অনশন
চুক্তি বাস্তবায়নের দাবিতে পিসিজেএসএসএর অনশন
জুঁই চাকমা,রাঙামাটি :: ১৭ সেপ্টেম্বর : পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে অনশন শুরু করেছে পিসিজেএসএস সমর্থিত পার্বত্য নাগরিক সমাজ । বৃহস্পতিবার রাঙামাটি শহরের শিল্পকলা একাডেমীর সামনে সকাল ১০ টায় এই অনশন শুরু হয় শেষ হয় বিকাল ৪টায়।
এই অনশনে রাঙামাটি জেলা স্থানীয় পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মালিক লাল দেওয়ান, জগতজ্যোতি চাকমা, জাতীয় মানবাধিকার কমিশন সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং মারমা, পিসিজেএসএস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, তথ্যপ্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, তিন পার্বত্য জেলার হেডম্যান ছাড়াও তিন পার্বত্য জেলা থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা অনশনে অংশ নিয়েছেন বলে পিসিজেএসএস সুত্রে জানায়।