শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের সাধারণ শিক্ষার্থীরা দাড়ালো বন্যা দূর্গতদের পাশে
রাউজানের সাধারণ শিক্ষার্থীরা দাড়ালো বন্যা দূর্গতদের পাশে
রাউজান প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৬মিঃ) উওর বঙ্গের বন্যা-দুর্গত লাখ লাখ বন্যায় প্লাবিত মানুষদের পাশে সাহায্য পাঠাতে রাউজানের কিছু উদ্যোগী শিক্ষার্থী বন্যা দূর্গত এলাকার লাখ লাখ পানি বন্দি মানুষে জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গিয়ে অর্থ সংগ্রহ করেছে । বিভিন্ন মিড়িয়ার সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত শিরোনাম হচ্ছে বন্যার কারনে তাদের ঘর বাড়ি ডুবে গেছে, পাশাপাশি খাদ্যর ও ত্রানের জন্য হাহাকার করছে বানবাসী মানুষরা। তীব্র সংকট পড়েছে খাদ্যর, সেই সব বন্যা দুর্গত সংবাদে রাউজানের ছাত্রছাত্রীদের মনে আগ্রহ ও মানবিক দায়িত্ববোধ তৈরী হয় সহযোগিতার হাত বাড়ানোর। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অর্থ সংগ্রহ করেছেন দুর্গতদের জন্য । চুয়েট স্কুল এন্ড কলেজ, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ, মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়, কদলপুর স্কুল এন্ড কলেজ, কদলপুর আইডিয়াল স্কুল, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, অাদারমানিক উচ্চ বিদ্যালয় এর ছাত্রছাত্রীরা সহযোগিতায় অংশ নিয়েছেন। । সহযোগিতায় হাত বাড়ানোর অর্থ সংগ্রহকারী উদ্যোগী ছাত্ররা হলেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় ছাত্র আমির হামজা, মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্না, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় এর ছাত্র মোহাম্মদ মহিউদ্দিন হিরু, চুয়েট স্কুল এন্ড কলেজ ছাত্র আরিফুল্লাহ সাকিব,মামুন,শিহাব,আবদুল্লাহ,মাসুম,তুষার,অর্ক,রকিব,রাখিবও সৌরভ। আগামী ১০ আগষ্ট বুধবার বন্যা-দুর্গতদের কাছে গিয়ে সংগৃহিত অর্থে ত্রান বিতরণ করবে ছাত্ররা ।