শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে পাহাড়ী বাঙালী সংঘর্ষ
রাঙামাটিতে পাহাড়ী বাঙালী সংঘর্ষ
ষ্টাফ রিপোর্টার:: রাঙামাটি সরকারী কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পাহাড়ী ছাত্র পরিষদের মধ্যে মারামারি ও পাহাড়ী-বাঙালী সংঘর্ষে রুপ নিয়েছে ৷ পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি সরকারী কলেজ শাখা মিছিল করতে গেলে রাঙামাটি কলেজ শাখা ছাত্রলীগ মিছিলে বাধাঁ দেওয়ার ফলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এই পর্যন্ত রাঙামাটি সদর হাসপাতালে অন্ততঃ ১২ জনকে ভর্তি করা হয়েছে, তবে তারা কোন রাজনৈতিক দলের সদস্য এখনো নিশ্চিত হওয়া যায়ানি ৷ রাঙামাটি সরকারী কলেজের মূল গেইটের সামনে বিপুল পরিমান ইট পাটকেল ও কল্যাণপুর তান্যাবি ফিলিং ষ্টেশনের সামনে মূল রোডে প্রায় ২ শ’র ও বেশী বড় আকারের বাঁশ (ভাজ্যে বাঁশ) ফেলে রাখা হয়েছে ৷ এছাড়া কলেজ গেইট এলাকায় রাস্তার সামনে একটা দোকানে অগ্নি সংযোগ করেছে ৷ ঘটনা স্থলে সেনাবাহিনী,বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য মোতায়ন রয়েছে ৷ পরিস্থিতি এখনো উত্তেজনাপুর্ণ অবস্থায় রয়েছে ৷ বিস্তারিত আসছে … আপলোড১৭ অক্টোবর ২০১৫ :বেলা ১.২৫ মিঃ