শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস জঙ্গীবাদের স্থান নেই : স্বাস্থ্যমন্ত্রী নাসিম
বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস জঙ্গীবাদের স্থান নেই : স্বাস্থ্যমন্ত্রী নাসিম
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস জঙ্গীবাদের কোন স্থান হবে না৷ দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে যারা পরিকল্পিতভাবে দেশে গুপ্তহত্যা ও জঙ্গি হামলা চালানো হচ্ছে বাংলার জনগনকে ঐক্যবন্ধ হয়ে এ অপশক্তির মোকাবেলা করতে হবে৷ বাংলাদেশে কোন আইএস নেই একাত্তরের পরাজিত ঘাতকদের লালনকারীরা এর নাম ব্যবহার করে জঙ্গি তত্পরতায় লিপ্ত হয়েছে৷
৬ আগষ্ট শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০শয্য বিশিষ্ট সমপ্রাসারিত ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নিরলস চেষ্টায় দেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনের দিকে এগিয়ে যাচ্ছে৷ দেশের প্রবৃদ্ধি বেড়েছে, শিক্ষা স্বাস্থ্য ও কৃষিসহ খাদ্য উত্পাদন বেড়েছে৷ বিদু্যত্ উত্পাদন নিশ্চিত করে গ্রামে গ্রামে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হয়েছে৷ কমিউনিটি ক্লিনিক স্থাপন করে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে৷ এসব উন্নয়ন দেখে বিরোধী শক্তিরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেবার ষড়যন্ত্র করছে৷
স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক বিলস্নাল হোসেন, সিভিল সার্জন ডা: শেখ মনজুরুল ইসলাম, পুলিশ সুপার মেরাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসূফ সূর্য্য, এ্যাড: আব্দুর রহমান প্রমুখ৷ এর আগে তিনি বেলকুচি ,চৌহালী ও শাহজাদপুর উপজেলায় দিনভর বন্যা ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন৷