রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বানভাসীদের পাশে প্রিয়জন
বানভাসীদের পাশে প্রিয়জন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মিঃ) স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়জন’র উদ্যোগে সিরাজগঞ্জের এনায়েতপুরে বানভাসী ৩২০ জন পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে৷ ৭ আগষ্ট রবিবার সকালে থানা সদরের সোনালী ব্যাংক চত্ত্বরে বানভাসীদের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়৷ এর আগে গত কয়েকদিন ধরে সংগঠনের তরুণরা বিভিন্ন হিতৈষী ব্যক্তির কাছ থেকে এ ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছিলেন৷ ত্রান সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনায়েতপুর চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমন, সাংবাদিক জেহাদুল ইসলাম, থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস, সাংবাদিক পারভেজ, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তাফা রুবেল, আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন, সাংবাদিক মুক্তার হাসান, সাবেক সেনা কর্মকর্তা শাহ আলম, মানবাধিকার কর্মী এমদাদুল হক মিলন ও সাংবাদিক রফিক মোল্লা ৷ পরে এনায়েতপুর থানার ৪টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩২০ জনের মাঝে ১০ করে কেজি চাউল বিতরণ করা হয়৷