রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চোরাই পণ্য ও মাদক আমদানির ট্রানজিট পয়েন্ট পদ্মানদী
চোরাই পণ্য ও মাদক আমদানির ট্রানজিট পয়েন্ট পদ্মানদী
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৬মিঃ) সকল প্রকার চোরাই পণ্য ও মাদক আমদানির ট্রানজিট পয়েন্ট বলে খ্যাত পদ্মানদী বেষ্টিত সাঁড়া ইউনিয়নকে মাদক মুক্ত করার ঘোষনা দেওয়া হয়েছে৷ ৭ আগষ্ট রবিবার সাঁড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যানের দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ও ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানাসহ সকল অতিথি এবং বক্তারা এ ঘোষনা দেন৷ সাবেক ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,আওয়ামীলীগ নেতা আকাল সরদার,জামসেদ সরকার,হাসিবুর রহমান হাক্কে মন্ডল, মীর জহুরুল হক পুনো,আনোয়ারম্নল ইসলাম আনা,আঃ রশিদ,অধ্যক্ষ আরজাহান আলী,অধ্যক্ষ রফি উদ্দিন,সাইফুদ্দিন,প্রধান শিক্ষক রঞ্জিত সরকার ও নওশের আলী৷ বক্তারা বলেন, প্রত্যেক বাড়ির নারী পুরুষের সমন্বয়ে লাঠি সোঠা,ঝাঁটাবাঁরুণ নিয়ে হাতেগোনা ২০ থেকে ৩০ জন চোরাই পণ্য ও মাদক আমদানী কারককে প্রতিরোধ করতে হবে৷ কোন চোরাই পণ্য ও মাদক আমদানী কারক ও জঙ্গি,সন্ত্রাসীরা ঈশ্বরদীতে থাকতে পারবেনা৷