রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রায়গঞ্জে গৃহবধুকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বসতবাড়ীতে হামলা
রায়গঞ্জে গৃহবধুকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বসতবাড়ীতে হামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মিঃ) সিরাজগঞ্জের রায়গঞ্জে গৃহবধুদের উত্যক্ত করার প্রতিবাদ করায় এক বখাটে সন্ত্রাসী ও তার বাহিনীর হামলা চালিয়ে বসতবাড়ী-ভাঙচুর লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে ৷ এসময় নারী-পুরুষসহ ৮জনকে পিটিয়ে আহত করা হয়েছে৷ আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ৫ আগষ্ট শুক্রবার বিকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউপির দেবরাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে৷
ভুক্তভোগী মকবুল হোসেন জানান, দেবরাজপুর গ্রামের মৃত আলহাজ্ব ময়দান আলীর ছেলে ইয়াকুব আলী পাখি ভাই তাদের বাড়ীরপ্রায়ই গভীর রাতে ঘরের জানালা দিয়ে হাত দিয়ে গৃহবধুদের উত্যক্ত করতো৷ এ অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা ইয়াকুব আলী পাখিকে হাতে আটক করে মাতব্বরদের জানান৷ পরে রাতেই রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম বিষয়টি মিমাংসা করে দেন৷ এরই জের ধরে ধরে শুক্রবার বিকেলে ইয়াকুব আলী পাখি দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ির ৩টি ঘর, একটি ইঞ্জিন চালিত ভটভুটি ভাংচুরসহ নগদ টাকা ও গহনা লুটপাট করে নিয়ে৷ এসময় সন্ত্রাসীরা আমাকে ও আমার স্ত্রীসহ ভাইয়ের স্ত্রী অবিরন খাতুন,ভাতিজা মকুল হোসেন, আরেক ভাই আকুল হোসেন, তার ছেলে নুর ইসলাম ও তার স্ত্রী ও তার স্ত্রী ফরিদা খাতুনকে মারপিট করে৷ আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পাখি এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে এখন পর্যন্ত বিষয়টি থানায় অবগত করা হয়নি৷
হামলার বিষয়ে পাখির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি ঘটনার জন্য যেহেতু তাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তাই ওই বাড়ীর ক্যাবল নেটওয়ার্ক কেটে দেয়ার জন্য গেলে তারা আমার লোকজনকে মারপিট করে৷ এ জন্য আমরা তাদেরকে মারপিট করেছি৷