রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ৭ আগষ্ট রবিবার সকাল ১০ টা থেকে ১১ ঘটিকা ১ ঘন্টা সময় জাতীয় মহিলা সংস্থা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার লক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঝিনাইদহ শহরের পায়রা চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
উক্ত মানববন্ধনে ঝিনাইদহ জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি ও ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খালেদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দলিল উদ্দিন, ঝিনাইদহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, জাতীয় মহিলা সংস্থার ঝিনাইদহ জেলা অফিসার ব্রোজেস রমন গোয়ালা, জাতীয় মহিলা সংস্থার ফাতেমা খাতুন , বেলি ও ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের জহুরা খাতুন প্রমুখ৷
মানববন্ধনে বক্তা গন বলেন, আগস্ট মাস হল শোকের মাস৷ এই মাসেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গ বন্ধু ও তার পরিবারের সকল সদস্যকে নির্মম ভাবে হত্যা করা হয়, ১৭ই আগস্ট সারা দেশের সিরিস বোমা হামলা করে আতংক সৃষ্টি করে জঙ্গি বাদের জানান দেওয়া হয়, ২১ আগস্ট আওয়ামীলীগের জনসভায় বোমা হামলা করে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আই ভি রহমান সহ ২৪ জন নেতা কর্মীকে হত্যা সহ অসংখ্যা কর্মীদের আহত করা হয় ৷
বর্তমানে সারা দেশে সেই জঙ্গিরাই বিভিন্ন জাইগাতে গুপ্ত হত্যা সহ সাধারণ মানুষকে হত্যা করে চলেছে৷ তাই আজ এদের বিরুদ্ধে ঘর থেকে নারী পুরুষের প্রতিরোধ গড়ে তোলার আহাবান জানান৷ প্রতিনিয়ন আপনার সন্তানকে খোঁজ করুন তার বন্ধুবান্ধব কারা এবং কি করছে ? যাতে আপনার সন্তান বিপথ গামী না হতে পারে৷