শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদেশি হত্যাকারীদের বাংলার মাটিতেই গ্রেফতার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিদেশি হত্যাকারীদের বাংলার মাটিতেই গ্রেফতার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি:: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শহীদ তাজউদ্দীন আহমদ ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের গাজীপুর এবং শহীদ ময়েজউদ্দিন আহমেদের কালীগঞ্জে দাঁড়িয়ে বলছি যারা বিদেশিদের হত্যা করে শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে তাদের এ বাংলার মাটিতেই গ্রেফতার করা হবে ৷
১৬ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩১তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ৷
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালে বাংলার মাটিতে আবারও নির্বাচন হলে অন্য কারো অধীনে নয় শেখ হাসিনার অধীনেই হবে ৷ কারণ সরকার বিদ্যুত্ সমস্যার সমাধান করেছে ৷ নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছে ৷ আবার নির্বাচন হলে আওয়ামী লীগই জয়ী হবে এবং শেখ হাসিনই সরকার গঠন করবেন৷ বাংলার মানুষই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন৷
তিনি আরো বলেন, ময়েজউদ্দিনের রক্তে ভেজা কালীগঞ্জেও আওয়ামী লীগ বিজয়ী হবে ৷ এখানে শহীদ ময়েজউদ্দিনের নামে নার্সিং ইনস্টিটিউট তৈরি করা হবে ৷ বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে শহীদ ময়েজউদ্দিন এই বাংলার জন্য মুক্তিযোদ্ধাদের সু-সংগঠিত করেছেন ৷ আর সেই মাটিতেই তিনি নিজের বুকের তাজা রক্ত ঝড়িয়েছেন ৷
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, জাতির জনককে আমরা ধরে রাখতে পারিনি৷ আর বাঙালি হিসেবে এটা আমাদের ব্যর্থতা ৷ কিন্তু তারই কন্যা শেখ হাসিনা সোনার বাংলার হাল ধরেছেন ৷ তার মেধা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন ৷ আর তারই ফল হিসেবে তিনি বারবার পুরস্কৃত হচ্ছেন ৷ কিন্তু একটি মহল শেখ হাসিনার এই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশিদের হত্যার পরিকল্পনা করছে ৷
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লাহ খান ৷ আপলোড ১৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ২.৪৮ মিঃ