সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহে পাটের বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি
ঝিনাইদহে পাটের বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩৫মিঃ) ঝিনাইদহের জেলা জুড়ে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে৷ কৃষকরা পাট কাটতে ও জাগ দিতে এখন ব্যস্ত সময় পার করছেন৷
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ জুড়ে শুধু পাটের সবুজ ক্ষেত৷ চাষীরা বলছেন, পাটের দাম বৃদ্ধিসহ উত্পাদন মূল্য কম হওয়ায় অধিক লাভের আশায় পাট চাষ করেছেন তারা ৷ তাছাড়া পাট কেটে জাগ দেওয়াটাও এবার সহজ হবে৷
উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামের আবু হানিফ জানান, আবহাওয়া অনুকূলে থাকা, সময় মতো ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশকের সহজ প্রাপ্তিতে এবার পাট ভালো হয়েছে৷
মহেশপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু তালহা বলেন, মহেশপুর উপজেলায় এই বছর ৬,২০৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে৷ যা গত বছরের তুলনায় ২০০০ হেক্টর বেশি৷
তিনি আরো বলেন, ফলন বিঘা প্রতি ১০-১২ মণ হবে বলে ধারণা করা হচ্ছে৷ ধানের দাম কম এবং গত বছর পাটের দাম ভালো থাকায় এই বছর পাটের আবাদ বৃদ্ধি পেয়েছে৷