সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ শহরে ইজিবাইকের দৌরাত্ম্যে দিশেহারা শহরবাসী
ঝিনাইদহ শহরে ইজিবাইকের দৌরাত্ম্যে দিশেহারা শহরবাসী
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৪মিঃ) ঝিনাইদহ এখন ইজিবাইকের শহরে পরিণত হয়েছে৷ বৈধ ইজিবাইকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ ইজিবাইকের সংখ্যা৷ কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইজিবাইকের দৌরাত্ম্য৷
ঝিনাইদহ পৌরসভার দেয়া তথ্য মতে, এক সময় ঝিনাইদহ শহরটি রিকশাতে গিজ-গিজ করতো৷ কিন্তু এখন এর সংখ্যা কমতে কমতে দুইশতে নেমে এসেছে৷ আর অন্যদিকে ২০০০ সালের পর এই শহরে দুই-চারখানা ইজিবাইক আসে৷ এখন ইজিবাইকের দৌরাত্ম্যে রিকশা কোণঠাসা হয়ে পড়েছে৷
পৌরসভার দেয়া তথ্যে আরো জানা যায়, বর্তমানে লাইসেন্সকৃত ইজিবাইকের সংখ্যা ১৭০০৷ অথচ প্রায় আড়াই হাজার ইজিবাইক চলাচল করছে৷ এতে ট্রাফিক সমস্যা বাড়ছে৷
আমেনা খাতুন নামে এক গৃহিণী জানান, ঝিনাইদহ শহরে ইজিবাইকের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না রিকশা৷ দ্রুত জায়গা দখল করে নিচ্ছে ইজিবাইক৷ ছোট্ট এ জেলা শহর এখন ইজিবাইকের শহরে পরিণত হয়েছে৷
আঃ জলিল শেখ নামে এক রিকশাচালক জানান, রিকশার মালিকরা ভাড়া পাচ্ছেন না৷ তারা রিকশাগুলো গ্যারেজে ফেলে রেখেছে৷
হাকিম নামে এক স্কুলছাত্র জানান, শহরের সড়কগুলোতে পিঁপড়ার সারির মতো ইজিবাইক চলছে৷ স্কুলের ছাত্র-ছাত্রীদের রাস্তা পারাপারে সমস্যা হচ্ছে৷
এ ব্যাপারে ঝিনাইদহের মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু জানান, সবদিক বিবেচনা করে এখন ঝিনাইদহ পৌরসভায় ইজিবাইকের লাইসেন্স দেয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি৷ আমরা এটা নিয়ন্ত্রণে সচেষ্ট আছি৷