সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা ও শক্তির উৎস
বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা ও শক্তির উৎস
ঢাকা প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৭মিঃ) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরণা ও শক্তির উৎস। বঙ্গবন্ধুর সহযোদ্ধা হিসেবে জনগণের কল্যাণে সারাজীবন তিনি অকাতরে দুঃখবরণ ও সর্বোচ্চ ত্যাগ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে দেশ ও জাতির সেবা করে গেছেন এই মহিয়সী নারী।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট সোমবার বিকালে ঢাকার তোপখানা রোডস্থ রেডচিলি রেষ্টুরেন্টের ২য় তলায় আয়োজিত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব একজন আদর্শ নারী। তাঁর গুণাবলী বর্তমান নারী সমাজের জন্য অনুকরণীয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এড. মোঃ মোখলেছুর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক মোঃ আজিজুর রহমান ভূইয়া, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, এস.এম আজাদ হোসেন, ইয়াসিন খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ঢাকা দক্ষিণের মোঃ আব্দুল গফুর সাগর প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব-সহ শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।