মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নৈতিক শিক্ষাই পারে সমাজকে জঙ্গি ও সন্ত্রাসবাদ মুক্ত করতে : কর্ণেল হাবিবুর রহমান
নৈতিক শিক্ষাই পারে সমাজকে জঙ্গি ও সন্ত্রাসবাদ মুক্ত করতে : কর্ণেল হাবিবুর রহমান
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: ২৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৮মিঃ) প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় ছাত্র-ছাত্রীদের রুটিন পড়াশুনার পাশাপশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে৷ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপশি শৈশব থেকে পিতা-মাতা তথা পরিবারকে দায়িত্ব সহকারে সনত্মানদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে৷ কারণ নৈতিক শিক্ষাই পারে সমাজকে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদমুক্ত করতে৷ ৯ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় ৫৭ বিজিবি’র আয়োজনে আলীকদম টাউন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ, বান্দরবান সেক্টর এর সেক্টর কমান্ডার কর্ণেল হাবিবুর রহমান পিএসসি৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল হোসাইন রেজা পিএসসি, আলীকদম সেনা জোনের উপ অধিনায়ন মেজর মোস্তাফিজুর রহমান, আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, আলীকদম থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা৷ এছাড়াও স্থানীয় হেডম্যান, পাড়া কারবারী, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷
৫৭ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর এরশাদুল করিম এর সঞ্চালনা অনুষ্ঠিত এসভায় প্রধান অতিথি চাড়াও বক্তব্য রাখেন, আলীকদম সেনা জোনের উপ অধিনায়ন মেজর মোসত্মাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, আলীকদম থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা৷ আলীকদম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন সিকদার, ব্যবসায়ী প্রতিনিধি মাসুক আহামেদ, ইউপি সদস্য সন্তোশ কান্তি ও সাংবাদিক হাসান মাহমুদ প্রমূখ৷
উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর ২০১৪ ইং বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৭ বিজিবি’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়৷ তার পর থেকে ৫৭ বিজিবি সেনা পুলিশের পাশাপাশি আইন শৃ্ঙ্খলা নিয়ন্ত্রনসহ সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে আসছে৷ ইতি মধ্যে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি বিওপি নির্মান করা হলেও ভুমি জটিলতার কারণে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপনের কাজ শুরু হয়নি৷