মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভ্রমনে সার্বিক নিরাপত্তা ও নাগরিক সেবা প্রাধান্য দিবেন : সামসুল আরেফিন
ভ্রমনে সার্বিক নিরাপত্তা ও নাগরিক সেবা প্রাধান্য দিবেন : সামসুল আরেফিন
ষ্টাফ রিপোর্টার :: (২৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মিঃ) ভ্রমনে সার্বিক নিরাপত্তা ও আধুনিক নাগরিক সেবার প্রাধান্য দেওয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন৷ আনন্দঘন পরিবেশে রাঙামাটিতে উপকুল সেন্টমার্টিন পরিবহণের বিলাসবহুল সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনীর সময় তিনি এই আহবান জানান৷ ৯ আগষ্ট মঙ্গলবার বিকালে প্রবল বর্ষন উপেক্ষা করে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন সার্ভিসটির উদ্বোধন করেন৷
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, বিআরটিএ এর রাঙামাটি অঞ্চলের উপ পরিচালক জামাল উদ্দিন, উপকুল সেন্টমার্টিন পরিবহণের সত্বাধীকারী অধ্যক্ষ কবির আহমেদ এর পক্ষে তার ছেলে মঈনুল আবেদীন,উপকুল সেন্টমার্টিন পরিবহণের জেনারেল ম্যানেজার প্রকাশ বিশ্বাস, উপকুল সেন্টমার্টিন পরিবহণের রাঙামাটি প্রতিনিধি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি-চট্টগ্রাম রাঙামাটি জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুছ সালাম, রাঙামাটি বিআরটিএ অফিসের পরিদর্শক পার্থপ্রতীম বড়ুয়া, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলী বাবর, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম চেীধুরী, সহ প্রচার সম্পাদক অলক প্রিয় চৌধুরী রিন্টু, নিরাপদ সড়ক চাই এর রাঙামাটি জেলা সংগঠক নুরুল আফসার, রাঙামাটি জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা মত্স্যলীগ জেলা কমিটির সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা শ্রমিক লীগ এর সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুর রউফ, জেলা যুবলীগ নেতা মিলন তালুকদার, রাঙামাটি মত্স্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ ও মোহাম্মদ শাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন৷
উদ্বোধন শেষে জেলা প্রশাসক সামসুল আরেফিন উপস্থিত সবাইকে সাথে নিয়ে উপকুল সেন্টমার্টিন পরিবহণের বাসে করে কিছুক্ষণ রাঙামাটি শহর পরিভ্রমন করেন৷
অত্যাধুনিক বিলাস বহুল সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত মান সম্মত নাগরিক সুবিধা নিয়ে উপকুল সেন্টমার্টিন পরিবহণ যত্রা শুরু করেছে, এই সার্ভিস রাঙামাটি-ঢাকা, ঢাক-রাঙামাটি চলাচল করবে বলেন, উপকুল সেন্টমার্টিন পরিবহণের রাঙামাটি প্রতিনিধি নির্মল বড়ুয়া মিলন৷ তিনি আরো জানান, রাঙামাটির ও চট্টগ্রামের ১২টি কাউন্টার রির্জাভ রাজার কাউন্টার, তবলছড়ি, পুরাতন বাস ষ্টেশন, বনরুপা, ষ্টেডিয়াম, টিএন্ডটি, কলেজ গেইট, ভেদভেদী, রানীর হাট, রাউজান, হাটহাজারী ও অক্সিজেন কাউন্টার থেকে যাত্রীদের সরাসরী এবং অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে৷ তিনি অত্যাধুনিক বিলাস বহুল এই সার্ভিসটির সাথে চলাচল করে ভ্রমনে অভিজ্ঞতার নতুন মাত্রা যোগ করার জন্য রাঙামাটি পার্বত্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷
চট্টগ্রাম-রাঙামাটি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মো.আব্দুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে জানান, আগামী ১৩ আগষ্ট শনিবার অন্যান্য দুরপাল্লার বাসগুলোর ন্যায় উপকুল সেন্টমার্টিন পরিবহনের গাড়ীগুলিও চট্টগ্রাম-রাঙামাটি বাস মালিক সমিতিতে ভর্তি করা হবে এবং যথারীতি এই সার্ভিসটি রাঙামাটি-ঢাকা রোডে চলাচল করবে৷
উল্লেখ্য, রাঙামাটি পর্যটন শহরে স্থানীয় এবং পর্যটকদের যাতায়াতের উন্নত সেবা ও সুবিধার কথা বিবেচনা করে গত ৩ আগষ্ট রাঙামাটি জেলা অঞ্চলিক পরিবহন কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে রাঙামাটি-ঢাকা রোডে উপকুল সেন্টমার্টিন পরিবহনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বিলাসবহুল বাস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷