মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা কমিটি অনুমোদন
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা কমিটি অনুমোদন
চাঁদপুর প্রতিনিধি :: (২৫ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৮মিঃ) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল সংগঠনের বিধি মোতাবেক ৯ আগস্ট ২০১৬ তারিখে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আগামী ১ বছর কার্যমেয়াদের জন্যে ২১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা কমিটি অনুমোদন প্রদান করেছেন।
অনুমোদিত কমিটির সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সহ-সভাপতি- মো. আজিজ বাবুল ও মো. হাবিবুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক- মো. কামরুল হাসান সউদ, সহ-সাধারণ সম্পাদক- বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবু সালেহ মো. বারাকাত উল্লাহ, প্রচার সম্পাদক- শাহাবুদ্দিন মিয়াজী, অর্থ সম্পাদক- ফখরুজ্জামান মিয়া, দপ্তর সম্পাদক- ফারুক হোসেন সরকার, আইন বিষয়ক সম্পাদক- আব্দুস সালাম আজাদ জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক শ্যামল চন্দ্র দাস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- অরুন চন্দ্র দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- জালাল উদ্দিন সরকার, সাহিত্য বিষয়ক সম্পাদক- ওমর ফারুক বাবুল, সমাজকল্যাণ সম্পাদক- সৌমির চন্দ্র কুরি, ক্রীড়া বিষয়ক সম্পাদক- আবু জাফর পাটওয়ারী, পাঠাগার বিষয়ক সম্পাদক- মতিন মিয়াজী, নির্বাহী সদস্য- মো. সুজন আহমেদ, তরিকুল ইসলাম ও আব্দুল মতিন তফাদার।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ও সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক উক্ত কমিটি কাজ করে যাবে। কেন্দ্রীয় কমিটির সভাপতি যেকোন সময় এই কমিটি বাতিল/বিলুপ্ত করার ক্ষমতা সংরক্ষণ করেন।