শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » বড়াইগ্রামে এবার ৪৩টি মন্ডপে দূর্গোত্সব
বড়াইগ্রামে এবার ৪৩টি মন্ডপে দূর্গোত্সব
বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধি:: নাটোরের বড়াইগ্রামে এবার ৪৩টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে৷ এসব মন্ডপে এখন চলছে শেষ মুহুর্তের রং তুলির কাজ ৷ কে কতটা সুন্দর করে মন্ডপ তৈরী করতে পারেন, চলছে তারই প্রতিযোগিতা৷ দূর্গাদেবীর বোঁধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে ঢাক-ঢোল, কাঁশি-বাঁশি বাজিয়ে ১৯ সেপ্টেম্বর এ পূজা শুরু হবে ৷
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা জানান, এবার উপজেলায় মোট ৪৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে৷ তার মধ্যে বড়াইগ্রাম পৌরসভায় ২টি, বনপাড়া পৌরসভায় ৬টি, জোয়াড়ি ইউনিয়নে ৯টি, মাঝগাঁও ইউনিয়নে ৪টি, বড়াইগ্রাম ইউনিয়নে ৮টি, জোনাইল ইউনিয়নে ৬টি, গোপালপুর ইউনিয়নে ২টি ও নগর ইউনিয়নে ৬টি মন্ডপে পূজা হবে ৷
সরেজমিনে দেখা গেছে, মন্ডপের প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ ৷ বর্তমানে বেশির ভাগ মন্ডপেই রঙের কাজ চলছে ৷ পূজার প্রস্তুতিতে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ৷ কারিগরেরা প্রায় দুই মাস ধরে এসব মন্ডপের প্রতিমা তৈরী করেছেন ৷
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, পূজা মন্ডপগুলোর জন্য সরকারীভাবে সাড়ে ২১ মেট্রিকটন ইতোঃমধ্যে বিতরণ করা হয়েছে৷ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পৰ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ৷ আপলোড ১৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৫৩মিঃ