বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » রাজশাহীতে কুস্তি খেলোয়াড় প্রশিক্ষণ শুরু
রাজশাহীতে কুস্তি খেলোয়াড় প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে তৃণমুল পর্যায় হতে প্রতিভাবান অনূর্ধ-১৬ কুস্তি খেলোয়াড় প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম-২০১৬৷ ১০আগস্ট বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. লিয়াকত আলী৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের যুগ্ম- সাধারণ সম্পাদক ও প্রধান সম্বনয়কারী মো. মেসবাহ উদ্দিন আজাদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য এস.এম. আরিফ রতন৷
এই প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করছেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের প্রশিক্ষক মো. জাহাঙ্গীর আলম৷ এছাড়া সহকারী প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন আহসান কবীর বাবু৷ এই প্রশিক্ষণ কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনা এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রাজশাহী জেলা কুস্তি সমিতির সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ ৷ বাছাই পর্বে জেলার বিভিন্ন স্থান হতে ৫০ খেলোয়াড় অংশ গ্রহন করে ৷ এদের মধ্য থেকে ২০জনকে বাছাই করে ১০দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া হচ্ছে ৷