বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্নার হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্নার হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্নার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ৫ম শ্রেণীর স্কুলছাত্রী লাকী খাতুন (১১)৷ ১০ আগষ্ট বুধবার বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে এই বাল্যবিবাহ প্রতিরোধের ঘটনাটি ঘটে৷ লাকী খাতুন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের লালচান সেখের মেয়ে ও বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী৷
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে লাকি খাতুনের সাথে একই উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামের আব্দুল ওয়াদুদ নামের এক যুবকের বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল৷ প্রায় ৪০ জন বরযাত্রিসহ বরপক্ষ মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে খাওয়া দাওয়া শেষ করে বিয়ের প্রস্তুতি নিতে থাকে৷ এ সংবাদ পেয়ে পাশেই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়া সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন৷ এমপির উপস্থিতি টের পেয়ে লাকীর বাবা-মাসহ বরযাত্রীরা পালিয়ে যায়৷ পরে স্কুলছাত্রী লাকীর সাথে কথা বললে সে বিয়েতে তার অসম্মতির কথা জানালে তাত্ক্ষণিক বিয়ে বন্ধের নির্দেশ দেন এমপি হাবিবে মিল্লাত মুন্না৷
এ সময় সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার সাথে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন৷
বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচীতে বাংলাদেশ জাতীয় সংসদ কতৃক দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি৷ এই ব্যাধিটি থেকে সমাজকে মুক্ত করতে সমাজের সকলকেই ভুমিকা রাখতে হবে৷