বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » জাতীয় শোক দিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচী
জাতীয় শোক দিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিম্নবর্ণিত কর্মসূচী গ্রহণ করেছে৷
কর্মসূচির মধ্যে ১৫ই আগস্ট সকাল সাড়ে ৬টায় মহানগরীর ধানমন্ডিস্থ বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়, গাজীপুর ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন৷ সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন৷
পরের দিন ১৬ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করে সকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যম্পাস মসজিদে কোরানখানী এবং বাদ যোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে৷
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসের যে কোন সময় এর মধ্যে সুবিধাজনক সময়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷
১০ আগস্ট সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন৷