বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » দেশে টেকসই শিল্পখাত গড়ে তোলার বিকল্প নেই : গাজীপুরে শিল্পমন্ত্রী
দেশে টেকসই শিল্পখাত গড়ে তোলার বিকল্প নেই : গাজীপুরে শিল্পমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গিকার৷ এ অঙ্গিকার বাস্তবায়নে দেশে টেকসই শিল্পখাত গড়ে তোলার কোনো বিকল্প নেই৷
৯ আগস্ট মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড সংযোজিত ৫৬২টি মোটরবাইক স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু৷
শিল্পমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশকে পাকিস্তানের মতো অকার্যকর দেশে পরিণত করতে চান৷ তারা দেশে প্রতিহিংসামূলক হত্যাকান্ট ঘটাচ্ছে৷ জনগণের কাছে তারা চিহ্নিত৷ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেশের অগ্রগতি এগিয়ে নিতে হবে৷
শিল্পমন্ত্রী আরো বলেন, অনেকেই শিল্প কারখানা করার কথা বলে জমি বরাদ্দ নিয়েছে৷ কিন্তু সেখানে তারা কোনো শিল্প-কারখানা স্থাপন করেনি৷ তারা সেখানে হাউজিংসহ নানা অবকাঠামো স্থাপন করেছেন৷ শিল্প মন্ত্রণালয়ের এক কাঠা জমিও আর লিজ দেওয়া বা বিক্রি করা হবে না৷
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যপক ডাঃ দীন মো. নূরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, গাজীপুর মহানগর আওয়া মীলীগের সভাপতি আজমত উল্লাহ খান, বিএসইসির চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ হোসেন চৌধুরী, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল কাশেম প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক ডাঃ হাবিব আব্দুল্লাহ সোহেল৷
বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় দ্রুত পৌঁছে দিতে এবং স্বাস্থ্যকর্মীদের কষ্ট লাঘব করতে তাদের আজ ৫৬২টি মোটরসাইকেল দেওয়া হলো৷ ছয় মাস আগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগের নারী কর্মকর্তাদেরও গাড়ি দেওয়া হয়েছে৷ সামনে সকল স্বাস্থ্য কর্মকর্তাকেও জিপ দেওয়া হবে৷
স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার কাছে তথ্য আছে অনেকেই ঠিকমতো কাজ করেন না৷ যারা ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিল্পমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের কাছে মোটরসাইকেল ও চবি হস্তান্তর করেন৷
এটলাসের বিক্রয় বিভাগের প্রধান মো. আজিবর রহমান বলেন, সরবরাহকৃত এটলাস-জংসেন ব্র্যান্ডের ১২৫ সিসির প্রতিটি মোটরসাইকেলের বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা৷
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ আলী হায়দার খান, অধ্যক্ষ ডাঃ সুবাস চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিভিল সার্জন আলী হায়দার খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমএ-এর গাজীপুর জেলা সভাপতি ডাঃ মো. আমির হোসাইন রাহাত৷