বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে আঞ্চলিক ইমাম ঐক্য পরিষদের মানববন্ধন
গাজীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে আঞ্চলিক ইমাম ঐক্য পরিষদের মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে শ্রীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে আঞ্চলিক ইমাম ঐক্য পরিষদ ও এইচ এ কে একাডেমির আয়োজনে মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং মসজিদের ইমামগণের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ এ সময় প্রায় ২০টি স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহন করেন৷
৯ আগস্ট মঙ্গলবার শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ১ ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন৷ জৈনা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে, মুফতী হেদায়েতুল্লাহর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আ’লীগের সহ সভাপতি সিরাজুল হক মাতাবর, সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া,এইচ এ কে একাডেমির চেয়ারম্যান মোঃ ইয়ামিন আলীও স্থানীয় মসজিদের ইমামগন৷