শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারা কলেজ প্রতিষ্ঠা পার্বত্য জনপদে শিক্ষা ব্যবস্থার উন্নতিতে যুগান্তকারী পদক্ষেপ : বীর বাহাদুর উশৈসিং এমপি
গুইমারা কলেজ প্রতিষ্ঠা পার্বত্য জনপদে শিক্ষা ব্যবস্থার উন্নতিতে যুগান্তকারী পদক্ষেপ : বীর বাহাদুর উশৈসিং এমপি
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: ১৭ সেপ্টেম্বর : সকাল ১০ টায় অফিসে আসবেন, আর বিকাল ৪টায় বাসায় ফিরে যাবেন এবং মাস শেষে বেতন নিবেন শুধুমাত্র এ নিয়মে একজন মানুষের জীবন নয় ৷ পাহাড়ের মানুষের নিরাপত্তা দিতে এসে নিজের প্রশাসনিক দায়িত্বের বাইরে শিক্ষার উন্নয়নে গুইমারা কলেজ প্রতিষ্ঠা করে গুইমারা ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ দেখালেন যে, সরকারী চাকুরীর বাইরেও প্রত্যেকটি মানুষের সামাজিক দায়বদ্ধতা আছে ৷
গুইমারা ব্রিগেড কমান্ডার তোফায়েল আহমেদকে তার এ মহতী কাজের জন্য ধন্যবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈ সিং এমপি বলেন, গুইমারা কলেজ প্রতিষ্ঠা পার্বত্য এই জনপদে শিক্ষা ব্যবস্থার উন্নতিতে যুগান্তকারী পদক্ষেপ, যার কারণে এই এলাকার মানুষের হৃদয়ে তিনি চিরদিন বেঁচে থাকবেন ৷
তিনি বৃহস্পতিবার গুইমারা কলেজের নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক ভবনের ভিত্তিপ্রসন্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন ৷
গুইমারা কলেজ গভর্নিং বডির সভাপতি ও সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল রাবি্ব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, গুইমারা ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহামেদ পিএসসি, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আকরামুল হক এসপিপি, পিএসসি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন ৷
গুইমারা কলেজ এ অঞ্চলের শিক্ষার্থীদের বিপথে যাওয়া থেকে বাঁচিয়েছে উল্লেখ করে তিনি বলেন এ শিক্ষার্থীরা দেশের বোঝা হবে না ৷ হাজার হাজার শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ করে দিয়েছে ৷ এই মহত্ কাজের জন্য গুইমারা ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহামেদ পিএসসি প্রত্যেকটি মানুষের সম্মানের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছেন ৷
জাতির জনক বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করার পাশাপাশি সদ্য জন্ম নেয়া শিশুর শিক্ষার অধিকারকে সংবিধানে অনত্মর্ভূক্ত করেছিলেন উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি বলেন, তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা দেশ গড়ার অঙ্গিকারের কেন্দ্র বিন্দুতে স্থান দিয়েছেন শিক্ষাকে ৷ জনগনের প্রত্যাশিত শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের আমলেই জাতীয় শিক্ষানীতি প্রনয়ণ করা হয়েছে ৷
পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করার জন্য দেশনেত্রী শেখ হাসিনা এখানে একটি মেডিকেল কলেজ, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন ৷
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম ফারুক, মাটিরাঙ্গার এসিল্যান্ড ইমরুল কায়েস, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামছুল হকসহ সরকারী পদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷
এ সময় প্রধান অতিথি গুইমারা কলেজের উন্নয়নের জন্য ১০০ মে.টন খাদ্য-শষ্য বরাদ্ধের ঘোষণা দিয়ে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদত্ত তহবিল সংগ্রহ করেন ৷ পরে তিনি অন্যান্যদের সাথে নিয়ে কলেজ চত্বরে ক্রিসমাস গাছের চারা রোপণ করেন ৷