বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের উদ্যেগে জঙ্গীবাদ বিরুদ্ধে পদযাত্রা
সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের উদ্যেগে জঙ্গীবাদ বিরুদ্ধে পদযাত্রা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৭ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫২মিঃ) দেশব্যাপি সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে’জঙ্গীবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক পদযাত্রা ও গণসঙ্গীত অনুষ্ঠিত হয়েছে৷
১১ আগষ্ট বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ শহীদমিনার পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে এসে শেষ হয়৷ এই সময় পদযাত্রায় অংশ গ্রহনকারী সাংস্কৃতিক কর্মীরা দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি করে৷ এবং ট্রাকে করে ভ্রাম্যমান গণসঙ্গীত পরিবেশন করা হয়৷ পদযাত্রায় সাংস্কৃতিক কর্মী,শিক্ষার্থী,কর্মজীবী পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন৷
পদযাত্রাপুর্বে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহবায়ক জান্নাত আরা তালুকদার হেনরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব দিলীপ গৌরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের কমান্ডার গাজী শফিকুল ইসলাম সফি,সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যৰ প্রফেসার জেনিয়া আখতার,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম চৌধূরী জগলু,শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী,সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল,জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য হীরক গুন,জেলা কালচারাল অফিসার মাহমুদল হাসান লালন প্রমুখ৷