বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » স্কুলের কর্মচারীই পরিচালনা পর্ষদ সভাপতি
স্কুলের কর্মচারীই পরিচালনা পর্ষদ সভাপতি
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে পঞ্চম বারের মত নির্বাচিত হয়েছেন সৈয়দ মুনীর হোসেন মুকুল নামে এক স্কুলের লাইব্রেরিয়ান৷
আইনে তিনি এই পদে আসতে না পারলেও খুটির জোরে তিনি বিনা প্রতিদ্বন্দীতায় বার বার সভাপতি হয়ে বহাল তবিয়তে নিয়োগ বানিজ্য করছেন৷
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন৷ উপজেলা সমাজসেবা অফিসার মোমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য, শিক্ষক ও কর্মকর্তারা৷ সৈয়দ মুনীর হোসেন মুকুল বর্তমানে ঝিুনাইদহ সদরের হরিশংকরপুর হাই স্কুলের লাইব্রেরিয়ান পদে কর্মরত৷
এ ছাড়া তিনি ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন৷ বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোমিনুর রহমান জানান, আইনে না থাকলে একটা লোক কিভাবে বার বার সভাপতি হন ?
ঝিনাইদহ জেলার সাবেক জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, একজন লাইব্রেরিয়ান কখনো অন্য স্কুলের সভাপতি হতে পারেন না৷ তিনি জানান, ধরলে অনেক কিছু হয়, না ধরলে কিছুই হয় না৷ ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সাংবাদিককে বলেন, স্কুলের সভাপতি হতে হলে সরকারের স্পষ্ট নীতিমালা আছে, কিন্তুু কেও তা মানে না৷
এ বিষয়ে নাম প্রকাশেষ অনিচ্ছুক এক শিক্ষক নেতা বলেন, তিনটি থার্ড ক্লাস পেয়েও যখন প্রধান শিক্ষক হচ্ছেন, তবে একজন লাইব্রেরিয়ান স্কুলের সভাপতি হবেন এ আর দোষের কি ? তিনি আরো জানান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন নাজুক৷ কেও কোন আইন মানে না৷ গায়ের জোরে সব কিছু চলছে৷