বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও হরতাল পালন
মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও হরতাল পালন
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (২৭ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন)-২০১৬ আইন বাতিলের দাবিতে মাটিরাঙ্গায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃত্বে ২য় দিনের মতো হরতাল কর্মসুচী পালিত হয়েছে৷
১১ আগষ্ট সকাল থেকে বিকাল পর্যন্ত আহুত হরতাল কর্মসুচীকে সফল করতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদসহ বাঙ্গালীদের অন্যান্য সংগঠনগুলোর নেতা,কর্মী ও সমর্থকদের তত্পরতা ছিল শহরের বিভিন্ন পয়েন্টে৷ সংগঠনগুলোর নেতাকর্মীরা হরতাল কর্মসূচি সফল করতে সকাল ১১টার দিকে মাটিরাঙ্গার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে৷ সকাল থেকে হরতালের আওতামুক্ত যানবাহন ছাড়া কোন ধরণের যানবাহন চলাচল ও কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ তবে মাটিরাঙ্গা থানা পুলিশ যে কোন অনাকাংঙ্খিত পরিস্থিতি এড়াতে শহরসহ বিভিন্ন এলাকার টহল দিতে দেখা গেছে৷
প্রসঙ্গত,১ আগষ্ট মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন)-২০১৬ আইন পাস করা হয়৷ সংশোধিত এ আইন বাতিলের দাবিতে ১০ আগষ্ট ১ম দিন যখন হরতাল চলছিল ঐদিন রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ আকারে আইনটি জারী করা হলে,বাঙ্গালীরা ২য় দিনেও হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহন করে৷