শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শ্রীপুরের সমাজসেবক মো. ইসমাইল হোসেন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
শ্রীপুরের সমাজসেবক মো. ইসমাইল হোসেন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
ঢাকা প্রতিনিধি :: গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ আগষ্ট শুক্রবার ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল, সকাল ৮টায় শ্রীপুর টেপিরবাড়ী গ্রামস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল, সকাল ১০ টা থেকে কোরআনখানি, বাদ জুম্মা মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরে খাবারের আয়োজন।
বিকাল ৪ টায় টেপিরবাড়ীস্থ কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মরহুমের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জলিল বি.এ।
ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সাত্তার আবুল, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রিপন, বাংলাদেশ কৃষক লীগ গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইজাজ আহমেদ, কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. রিপন মিয়া, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার কবির সুমন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুল জলিল বলেন, ইসমাইল হোসেন একজন সহজ-সরল, নিরাহংকার, ভাল মানুষ ছিলেন। তাঁর গুণাবলী আমাদের প্রত্যেকের মধ্যে অর্জনের চেষ্টা করা উচিত।
সভাপতির বক্তব্যে লায়ন গনি মিয়া বাবুল বলেন, মানবসেবায় কাজ করাই মানুষের জন্মের স্বার্থকতা। প্রয়াত ইসমাইল হোসেন আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এই এলাকার মানুষের হৃদয়ে তিনি তাঁর কর্মের মাধ্যমে স্থান করে নিয়েছেন। তিনি একজন আদর্শবান মানুষ ছিলেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকেও দিনব্যাপী অনুরূপ কর্মসূচি পালন করা হয়। তাঁর রুহের মাগফেরাতের জন্যে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।