শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ২০
বিশ্বনাথে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ২০
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১.২৮মিঃ) বিশ্বনাথের লামাকাজির কাজিবাড়ি এলাকায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অননত্ম ২০জন আহত হয়েছেন৷ নিহত হলেন-সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মালিকান্দি গ্রামের ইউনুছ আলীর ছেলে সাদিক আহমদ৷ শনিবার সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি ইউনিয়নের কাজিবাড়ি এলাকা নামক স্থানে এঘটনা ঘটে৷ তবে তাত্ক্ষনিক আহতদের নাম জানাযায়নি৷ গুরম্নতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ এরই মধ্যে আহত দুইজনের অবস্থায় আশংকাজনক বলে জানাগেছে৷ এসময় স্থানীয় জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে৷ ফলে ওই সড়কে শতশত গাড়ি আটকা পড়ে৷ খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্ঠা চালিয়ে পরিস্থিতি নিয়নন্ত্রে আনেন৷ পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়৷
বিষয়টি নিশ্চিত করে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া মানবকন্ঠকে বলেন, ঘটনাস্থলেই লেগুনা গাড়িতে থাকা ব্যবসায়ী সাদিক আহমদ নিহত হন৷ বাকি আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়৷
জানাগেছে, গতকাল শনিবার সকালে ছাতক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৭২৬) ও সিলেট থেকে ছেড়ে আসা মালবাহি একটি লেগুনা গাড়ি (সিলেট-চ-১১-১৭৮৩) সিলেট-সুনামগঞ্জ রোডের লামাকাজির কাজীবাড়ি নামক স্থানে আসামাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে বাস-লেগুনা গাড়ি দুমড়ে-মুছড়ে যায়৷ এসময় লেগুনা গাড়িতে থাকা একজন নিহত হন, লেগুনা গাড়ি চালক ও বাসে থাকা অননত্ম ২০ যাত্রী আহত হন৷ এসময় স্থানীয় জনতা সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ করে রাখেন৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে৷
থানার ওসি আবদুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়৷