শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়া মঈনুল উলুম মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্ভোধন
বেতবুনিয়া মঈনুল উলুম মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্ভোধন
কাউখালী প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া মঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া আলিম মাদ্রাসায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী কর্তৃক সারাদেশের ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষন ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ভিডিও কনফারিন্সিং এর মাধ্যমে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” উদ্ভোধনী ফলক উম্মোচন অনুষ্ঠান ১৩ আগষ্ট শনিবার সকালে মাদ্রাসায় অনুষ্ঠিত হয়৷
“শেখ রাসেল ডিজিটাল ল্যাব” উদ্ভোধনী ফলক উম্মোচন উপলক্ষে এক আলোচনা সভার আযোজন করা হয৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেতবুনিয়া মঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া আলিম মাদ্রসার সভাপতি মোঃ লোকমান হোসেন তালুকদার৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী৷ এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামশুদ্দোহা চৌধুরী, চেয়ারম্যান খইচাবাই তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, বেতবুনিয়া আহমদিয়া গাউছিয়া মাদ্রাসা সুপারঃ মোঃ মঞ্জুরুল ইসলাম, আ’লীগ বেতবুনিয়া ইউ পি শাখার সভাপতি ঠিকাদার মোঃ মনির উদ্দিন প্রমুখ ৷ এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বেতবুনিয়া ইউ পি মেম্বার মুক্তিযোদ্ধা মিলন কান্তি পালিত, উপজেলা আ’লীগ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাঈনুদ্দিন খোকা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোঃ আজিজুর রহমান৷ উপজেলা ছাত্রলীগ সভাপতি আতু মং মারমা, মহিলা মেম্বার শাহানাজ আক্তার, মেম্বার মোঃ হেলাল উদ্দিন ও সাংবাদিক মোঃ ওমর ফারুক ৷ আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপারন্টেড হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম৷ আলোচনা সভা পুর্বে সারাদেশব্যাপি ২০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্ভোধন করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা৷ এ সময় মাদ্রাসার সকল ছাত্র/ছাত্রী সহ অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষন ল্যাব স্থাপন প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হতে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া মঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া দাখিল মাদ্রাসায় ১৭টি ল্যাপটপ এবং ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৭টি ল্যাপটপ প্রদান করেন৷