শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন
শৈলকুপায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫২মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সারাদেশে ২হাজার একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধনের অংশ হিসেবে ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়েছে৷ ১৩ আগষ্ট শনিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসকল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷
এসময় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আশরাফুল আজম৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাজী গোলাম রসুল রাশু, অভিভাবক সদস্য রহমত আলী, আজাদ রহমান ও শিক্ষক প্রতিনিধি ইমরান খান৷
এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান৷