রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আইসিটি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করেন : সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা
রাঙামাটিতে আইসিটি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করেন : সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা
ষ্টাফ রিপোর্টার :: (৩০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১২মিঃ) রাঙামাটিতে ১৪ আগষ্ট রবিবার বিকালে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে আইসিটি প্রকল্পের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৫ মার্চ ২০১৬ তারিখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত আইসিটি প্রকল্পের ১ম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি৷
১ম ব্যাচের চার ব্যাপী মৌলিক প্রশিক্ষণ জুলাই মাসে সমাপ্ত হয়৷ এই ব্যাচের দুই সিফটের মোট ১০০ জন প্রশিক্ষাণার্থী এতে অংশগ্রহণ করেন৷ ১ম ব্যাচের সফল প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি৷ একই সাথে তিনি ২য় ব্যাচের চার মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন৷ ২য় ব্যাচের ও ২ সিফটের মোট ১০০ জন প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করে৷ মৌলিক প্রশিক্ষণের বিষয়সমূহ হচ্ছে এমএস অফিস, ফটোসপ এবং Illustrator ৷ প্রধান অতিথি মহোদয় প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে বলে জানান৷ তিনি কম্পিউটার শিক্ষা বিষয়ের সাথে ইংরেজি শিক্ষাও প্রয়োজন রয়েছে বলে জানান৷ তিনি বলেন যে ইংরেজি ভাষার না জানার কারণে আমরা অনেক পিছিয়ে আছি৷ তাই তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইটি প্রকল্পের প্রকল্প পরিচালককে আইটি বিষয়ে সাথে ইংরেজি একটি কোর্স চালু করা জন্য পরামর্শ দেন৷ তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী এবং নতুন যোগদানকৃত শিক্ষার্থীদের শুভ কামনা জানান৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. কামাল উদ্দিন তালুকদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত ভাইস-চেয়ারম্যান (যুগ্ম সচিব) তরুণ কান্তি ঘোষ৷
এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সম্মানিত সদস্য-অর্থ শাহীনুল ইসলাম৷
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বোর্ডের সম্মানিত সদস্য-প্রশাসন (উপ সচিব) ও আইটি প্রকল্পের প্রকল্প পরিচালক আশীষ কুমার বড়ুয়া৷