সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১১.৪০মিঃ) ১৫ আগষ্ট সোমবার সকালে রাঙামাটিতে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ৷
আজকের দিনটি বাঙ্গালী জাতির জীবনে স্মৃতি বিজরিত এক কালো দিন৷ যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন উপলৰে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান রাঙামাটি পার্বত্য জেলায় বিভিন্ন কর্মসুচি পালন করেছে ৷
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অংশ হিসাবে রাঙামাটি সদর উপজেলা সংলগ্ন এলাকায় সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে পুস্পস্তবক অর্পণ, সদর উপজেলা সংলগ্ন এলাকা হতে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত শোক র্যালি, আলোচনা সভা, মিলাদ মহাফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
শোক র্যালিতে অংশ নেন রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাঙামাটি জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অঙ্গসংগঠন, বিভিন্ন বেসরকারী ব্যাংক, রাঙামাটি সরকারী মেডিকেল কলেজ, রাঙামাটি নার্সিং ইনষ্টিটিউট, রাঙামাটি সরকারী কলেজ , রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী পাবলিক কলেজ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী ও রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ ৷
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মহাফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার ৷
আলোচনা সভা, মিলাদ মহাফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সরকারী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ টিপু সুলতান, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রোনাল পিন্টু৷
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মহাফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপত্বি করেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন।
এসময় রাঙামাটি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জম হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, জেলার সরকারী- রেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি ও জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটিতে সকাল ১০টায় শোক সভার আয়োজন করে৷
জেলা প্রশাসন সূত্রে জানিয়েছেন দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, হামদ ও নাত প্রতিযোগিতা, হিফজ ও রচনা এবং মিলাদ মাহফিল ও মোনাজাত ৷
এছাড়া জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা বৌদ্ধ ধর্মীয় কিয়াং ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা, জেলার কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, সরকারী - বেসরকারী শিশু সদন ও ছিন্নমুলদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করার কর্মসুচি রয়েছে৷