রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » মনোজ কুমার বড়ুয়া জেলা প্রশাসন পদে পদোন্নতি পেলেন
মনোজ কুমার বড়ুয়া জেলা প্রশাসন পদে পদোন্নতি পেলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, এর স্মারক নং-৩০৩, তাং-১৫/১০/২০১৫ আদেশে মনোজ কুমার বড়ুয়াকে প্রশাসনিক কর্মকর্তা” (Administrative Officer) পদে পদোন্নতি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার- এ বদলী করা হয়েছে।
তিনি চাকুরী জীবনের শুরুতে ১৯৭৮ সালে বাংলাদেশ রেলওয়ে, (UNDP), Me. B.P.Misra, Time Table Expert, (ভারতীয়) এর ‘পি.ও’ হিসেবে প্রথম সরকারি চাকুরীতে যোগদান করেন। ১৯৮০ সালে বাংলাদেশ রেলওয়ের চাকুরী পরিবর্তন করে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের এ্যাপিলেট ট্রাইব্যুনালের বিচারপতি সিরাজুল মাওলার ‘পি.ও’ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮১ সালের জুন মাসে আবারও চাকুরী পরিবর্তন করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ‘পি.ও হিসেবে যোগদান করে দীর্ঘ ৩৬ বছর ডিসি, এডিসি, এডিএম এর ‘পি.ও’ হিসেবে অতীব দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
মনোজ কুমার বড়ুয়া গুরু শ্রীমৎ উ পঞঞা জোত মহাথেরোর সান্নিধ্যে এসে দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের কর্মকর্তা হিসেবে তাঁর সাথে ধর্মীয় সফরে মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া ও হংকং সফর করেন।
ব্যক্তিগত জীবনে তাঁর দু মেয়ে শান্তা ও শর্মিষ্ঠা। বড় মেয়ে আমেরিকার বোস্টন শহরে স্বামী ছেলে-মেয়ে নিয়ে বসবাস করেন। ছোট মেয়ে বর্তমানে বিবিএ তে অধ্যয়নরত।
মনোজ কুমার বড়ুয়া রাংগুনিয়া থানার পদুয়া গ্রামের বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সমাজসেবক প্রয়াত প্রধান শিক্ষক ধর্মদর্শী বড়ুয়া ও মাতা প্রয়াত আরতি বড়ুয়ার বড় সন্তান ও বিশিষ্ঠ আলকচিত্র শিল্পী অনুজ কুমার বড়ুয়ার জেষ্ঠ্য ভ্রাতা। তিনি নিজ গ্রামের ঐতিহ্যবাহী উত্তর পদুয়া শান্তি নিকেতন বিহারের অন্যতম নবরূপকারক।
ধর্ম পরায়ন ও সমাজ হিতৈষী মনোজ কুমার বড়ুয়া তাঁর ধর্মপিতা গুরুভান্তেসহ সকলের আশীর্বাদ কামনা করেছেন।(প্রেস বিজ্ঞপ্তি)