সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ দেখতাম না: দীপংকর তালুকদার
বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ দেখতাম না: দীপংকর তালুকদার
কাউখালী প্রতিনিধি:: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২৩মিঃ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম যদি না হতো তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ দেখতাম না৷ আজ বঙ্গবন্ধুর কারনে আমরা স্বাধীন জাতি হিসাবে মাথা উচু করে বিশ্বের দরবারে গর্বের সাথে পরিচয় বহন করে চলছি৷ তিনি ১৫ আগষ্ট সোমবার রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতির জনকের ৪১তম শাহাদাত্ বার্ষিকীতে এসব কথা বলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার৷
বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামীলীগ জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাজি মোঃ কামাল উদ্দিন, আ’লীগ উপজেলা শাখার সহসভাপতি ও ৪নং কলমপতি ইউ পি চেয়ারম্যান ক্যাজাই মারমা৷ এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক ও ১নং বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী, বেতবুনিয়ার চেয়ারম্যান খইচাবাই তালুকদার, আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, যুবলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি অংক্যজ চৌধুরী (খিয়াং), স্বেচ্চাসেবকলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আজিজুর রহমান, ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি আতুমং মারমা, মেম্বার মোঃ শরীফ, মেম্বার মোঃ হেলাল উদ্দিন ও ঠিকাদার মোঃ মুনির উদ্দিন৷
আযোজিত শোক সভায় প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, আজ আমরা স্বাধীন ভাবে চলছি স্বাধীনভাবে সব কাজ করছি কিন্তু তার নেপথ্যে স্বাধীনতার নায়ক বাঙালী জাতির অহংকার আমাদের প্রান প্রিয় নেতা জাতির জনক বঙ বন্ধু শেখ মুজিবুর রহমান৷ তারই সুযোগ্য উত্তরসুরী আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা৷ তিনি আজ কত সুন্দরভাবে দেশ চালিয়ে যাচ্ছেন৷ কোন রকম জঙ্গী তত্পরতা মেনে নেওয়া হবেনা বলে তিনি পরিস্কার ভাবে জানিয়ে দেন৷ আমাদের দেশ শানত্মিপ্রিয় দেশ এ দেশের মানুষ ইসলামের নামে মানুষ হত্যা পছন্দ করেননা৷ প্রকৃত যারা ইসলাম ধর্ম পালন করেন তারা কখনোই এসব করতে পারেনা বলে তিনি মন্তব্য করেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহিদদের স্বরনে মিলাধ ও দোযা মাহফিল অনুষ্ঠিত হয়৷ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান ও মাওলানা মোঃ হাসান মাহমুদ৷ পরে বাঙালী ভোজের আযোজন করা হয়৷