মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » নানা কর্মসূচিতে গাজীপুরে জাতীয় শোক দিবস পালন
নানা কর্মসূচিতে গাজীপুরে জাতীয় শোক দিবস পালন
গাজীপুর জেলা প্রতিনিধি :: বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে৷
দিবসটি উপলক্ষ্যে ১৫ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়৷ জেলা প্রশাসক এস এম আলমের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে গিয়ে শোক সভায় মিলিত হয়৷ মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হকসহ রাজনৈতিক দলের নেতা কর্মী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন৷ এতে শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন৷
এদিকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়৷ এডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি৷
অপরদিকে গাজীপুর জেলা জজশীপ ও জেলা আইনজীবি সমিতির উদ্যোগে পবিত্র কোরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হকের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান৷
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের ওপর চিত্র প্রদর্শনী হয়৷
দিবসটি উপলক্ষ্যে জেলার কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াকৈর ও টঙ্গী এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজসহ দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে৷ বিভিন্ন সংগঠন ও সংস্থার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷