শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » ছাত্রলীগ নেতা পিন্টুর মুক্তির দাবিতে সাংবাদিক সম্মেলন
ছাত্রলীগ নেতা পিন্টুর মুক্তির দাবিতে সাংবাদিক সম্মেলন
তামিমুল ইসলাম তামিম, ঈশ্বরদী প্রকিনিধি :: ১৮ সেপ্টেম্বর : পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টু’র মুক্তি ও পাকশী পেপার মিলস্ হাই স্কুলের শিক্ষককে লাঞ্চিত কারীকে গ্রেফতারের দাবীতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ৷ শুক্রবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবে ছাত্রলীগ পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ শাখার পৰ থেকে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ৷
সম্মেলনে লিখিত বক্তব্য দেন, ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি জুবায়ের বিশ্বাস ৷ এ সময় উপজেলা শাখার সাধারন সম্পাদক আবু সাঈদ, পৌর শাখার সভাপতি আব্দুলস্নাহ-আল মামুন সোহাগ, কলেজ শাখার সভাপতি আরাফাত রহমান রাসেল, পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক মিরাজ হাসান, লক্ষিকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক নুর হোসেন, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুজ, বাবু ও সনেটসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন ৷
লিখিত বক্তব্যে জুবায়ের বিশ্বাস বলেন, ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন ও জননেত্রী শেখ হাসিানর উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য স্বাধীনতা ও গনতন্ত্র বিরোধী এক শ্রেণীর অসাধু সাংবাদিক ব্যক্তি স্বার্থ চরিত্রার্থ করার জন্য পরিকল্পিতভাবে তথ্যহীন মিথ্যা সংবাদ পরিবেশন করে জনগনকে বিভ্রান্ত করছেন ৷ তিন মাস আগে পাকশীতে কে বা কাহারা টুনটুনি নামে এক ছেলের হাত কেটে নেয় ৷ এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনের শাস্তি নিশ্চিত করারও জোড় দাবী জানানো হয়৷ ঐ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি মহল ষড়যন্ত্র করে ছাত্রলীগ পাকশী শাখার সভাপতি সদরুল আলম পিন্টুকে আসামি করে ৷ সুষ্ঠ তদন্তের স্বার্থে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ছাত্রলীগ নেতা হওয়া স্বত্বেও সদরুল আলম পিন্টুকে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুলিশে সোর্পদ করা হয় ৷
তিনি বলেন, হাত কাটা ও শিক্ষক লাঞ্চিত করার সাথে জড়িত টুনটুনি ছাত্রদলের একজন সক্রিয় কর্মী এবং আ’লীগ নেতা সাইফুল আলম বাবু মন্ডলের বাড়িতে হামলা অগি্ন সংযোগ মামলার আসামি ৷ টুনটুনি পাকশী ইউনিয়নে চাঁদাবাজি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ৷ আ’লীগের হাইব্রিড, স্বার্থবাদী, চাটুকার ও নামধারী কিছু মানূষ ব্যক্তি স্বাথী চরিতার্থ করার জন্য ছাত্রলীগ বা আ’লীগ নেতার উপস্থিত ব্যতিত ছাত্রলীগে টুনটুনিকে কথিত যোগদান করায় ৷ যা ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ জানাই ৷ গত ১৬ সেপ্টেম্বর পাকশী পেপার মিলস হাই স্কুলের শিক্ষিকাকে অসম্মান করার প্রতিবাদ করায় এক শিক্ষকের উপর নগ্ন হামলা চালায় টুনটুনি ৷ তাত্ক্ষনিক ভাবে ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং লাঞ্চিত শিক্ষককে দিয়ে থানায় এজাহার করানো হয় ৷ এ ঘটনার পরের দিনই একই স্বার্থান্বেষী মহলের পৃষ্ঠপোষকতায় কিছু হলুদ সাংবাদিক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাঁধা গ্রস্থ করার জন্য ছাত্রলীগকে জড়িয়ে মিথ্য তথ্য দিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করানো হয় ৷ জামায়াত-বিএনপির লেলিয়ে দেওয়া ছাত্রদল কর্মী টুনটুনির পক্ষ থেকে দায়েরকৃত মিথ্যা মামলায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টু এখনো কারারুদ্ধ ৷ সম্মেলনে ছাত্রলীগ নেতা পিন্টু মুক্তি ও শিক্ষক লাঞ্চনাকারী টুনটুনিকে গ্রেফতারের দাবী জানান ৷