রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » করোনা আপডেট » ২০১৯ সালের নিবার্চন নির্বাচিত সরকারের অধিনে অনুষ্ঠিত হবে ..নাসিম
২০১৯ সালের নিবার্চন নির্বাচিত সরকারের অধিনে অনুষ্ঠিত হবে ..নাসিম
শেরপুর প্রতিনিধি :: নির্বাচিত সরকারের অধিনেই আগামী ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ কোন চক্রান্ত করে আওয়ামীলীগকে হটাতে পারবেন না৷সাবেক বিরোধী দলীয় নেত্রী কে জননেত্রী শেখ হাসিনা সরাষ্ট্র মন্ত্রনালয়সহ পাঁচটি দপ্তরের দায়িত্ব দিতে চেয়ে ছিলেন, তবুও তিনি আসেননি ৷ জামাতকে সঙ্গে রাখলে আপনাপর অস্তিত্ব থাকবে না ৷ আওয়ামীলীগ নির্বাচন বিশ্বাস করে আর খালেদা জিয়া মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে নির্বাচন বর্জন করেছে তিনি আরো বলেন খালেদা জিয়া নির্বাচনে না অংশ গ্রহণ না করে ভুল করেছেন ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না বলে হুশিয়ারী দেন ৷ ২০১৪ সালে নির্বাচনে আওয়ামীলীগ জয়ী হয়ে দেশের উন্নয়নে জোয়ার বয়ে এনেছ ৷ যদি তখন নির্বাচন না হতো তাহলে মারশল্য জারি হয়ে যেত৷ তিনি আরো বলেন আপনার ডাকে আন্দোলনে আপনার কাজের ভো’য়া ছাড়া আর কেউ আসবে না তাই মাঠে আসেন ৷ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় রাজ নগরে ১০ শয্যা বিশিষ্ট ইউনিয় মা ও শুিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শনিরার স্বাস্থ্যমন্ত্রী নাসিম এ সব কথা বলেন ৷
সমাপনী বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন বঙ্গবন্ধু সংগ্রামের সময় তার পাশের ছিলেন শহীদ ক্যাপ্টেইন মুনসুর আলী তার পুত্র মোঃ নাসিম৷ ৩২ নম্বর বাড়ী হলো জনগণের বাড়ি ৷ শেখ হাসিনা এই বাড়িটি জনগনের জন্য উত্সর্গ করে দিয়েছেন ৷ তিনি আরো বলেন শেখ হাসিনা যদি আওয়ামীলিগের দায়িত্ব না নিতেন তাহলে দেশের উন্নয়ন হতো না ৷ তিনি বাংলাদেশকে পৃথিবীতে সম্মানের আসনে অধিষ্টিত করেছেন ,খাদ্য সংয়সম্পূর্ন করেছেন ৷
এসময় স্বস্থ্য মন্ত্রী নাসিম ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তি প্রস্তর ও ৫০ শয্যা বিশিষ্ট নালীতাবাড়ি স্বাস্থ্যকমপ্লেক্সের শুভ উদ্ভোধন করেন ৷ এ সময় মন্ত্রীর সাথে ছিলেন অতিরিক্ত সচিব স্বস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক নূর-হোসেন তালুকাদার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির প্রমুখ ৷ আপলোড : ১৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল ১১.৫৩ মিঃ